ETV Bharat / state

Murshidabad BJP : ফের বিজেপির পদ থেকে ইস্তফা মুর্শিদাবাদের দুই নেতার - ফের বিজেপির পদ থেকে ইস্তফা মুর্শিদাবাদের দুই নেতার

মুর্শিদাবাদে বিজেপির গোষ্ঠী কোন্দল অব্যাহত ৷ বিজেপির পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের আরও দুজন নেতা (BJP leaders resigned from party) ৷

Two Murshidabad leaders resigned from BJP
BJP Leaders Resign
author img

By

Published : Apr 24, 2022, 10:41 PM IST

বহরমপুর, 24 এপ্রিল : মুর্শিদাবাদে বিজেপির পদ থেকে সরে দাঁড়ানো অব্যাহত রয়েছে । ফের দুই বিজেপি নেতা আজ সাংবাদিক বৈঠক ডেকে পদ থেকে ইস্তফা দিলেন (Murshidabad BJP) । বিজেপির রাজ্য সভাপতির জেলা সফরের আগে এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

এদিন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রতাপ হালদার । একইসঙ্গে কর্মসমিতির পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তড়িৎ কান্তি সরকার । দিন কয়েক আগে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । একইসঙ্গে সেদিন রাজ্য কমিটির কর্মী সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও দু'জন ।

ফের বিজেপির পদ থেকে ইস্তফা মুর্শিদাবাদের দুই নেতার

যাঁরা ইস্তফা দিয়েছেন তাঁদের সকলের অভিযোগ বর্তমান জেলা সভাপতি শাখারভ সরকার দলের অনুশাসন না মেনেই নিজের ইচ্ছামতো কাজ করছেন এবং তাঁকে সমর্থন করছেন রাজ্য নেতৃত্ব । ফলে জেলা সভাপতি ও বিধায়কদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে । আগামীকাল মুর্শিদাবাদে সভা করতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তার আগে দুজনের পদত্যাগ বিজেলির গোষ্ঠী বিভাজনে শিলমোহর দিল বলে রাজনৈতিক মহলের মত ।

আরও পড়ুন : Karate Championship medal At Kandi : ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে পদক আসায় খুশির হাওয়া কান্দিতে

বহরমপুর, 24 এপ্রিল : মুর্শিদাবাদে বিজেপির পদ থেকে সরে দাঁড়ানো অব্যাহত রয়েছে । ফের দুই বিজেপি নেতা আজ সাংবাদিক বৈঠক ডেকে পদ থেকে ইস্তফা দিলেন (Murshidabad BJP) । বিজেপির রাজ্য সভাপতির জেলা সফরের আগে এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

এদিন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রতাপ হালদার । একইসঙ্গে কর্মসমিতির পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তড়িৎ কান্তি সরকার । দিন কয়েক আগে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । একইসঙ্গে সেদিন রাজ্য কমিটির কর্মী সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও দু'জন ।

ফের বিজেপির পদ থেকে ইস্তফা মুর্শিদাবাদের দুই নেতার

যাঁরা ইস্তফা দিয়েছেন তাঁদের সকলের অভিযোগ বর্তমান জেলা সভাপতি শাখারভ সরকার দলের অনুশাসন না মেনেই নিজের ইচ্ছামতো কাজ করছেন এবং তাঁকে সমর্থন করছেন রাজ্য নেতৃত্ব । ফলে জেলা সভাপতি ও বিধায়কদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে । আগামীকাল মুর্শিদাবাদে সভা করতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তার আগে দুজনের পদত্যাগ বিজেলির গোষ্ঠী বিভাজনে শিলমোহর দিল বলে রাজনৈতিক মহলের মত ।

আরও পড়ুন : Karate Championship medal At Kandi : ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে পদক আসায় খুশির হাওয়া কান্দিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.