ETV Bharat / state

Gold Biscuits Seized: ভগবানগোলায় 349 গ্রাম সোনার বিস্কুট-সহ নগদ 21 লাখ টাকা বাজেয়াপ্ত, গ্রেফতার 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 5:33 PM IST

Gold Biscuits Seized in Murshidabad: মুর্শিদাবাদের ভগবানগোলায় 349 গ্রাম সোনার বিস্কুট-সহ নগদ 21 লাখ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ ৷ গ্রেফতার হয়েছেন দুই জন ৷

Gold Biscuits Seized
সোনার বিস্কুট উদ্ধার

ভগবানগোলা, 6 সেপ্টেম্বর: 349 গ্রাম সোনার বিস্কুট ও নগদ 21 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ভগবানগোলা থানার পুলিশ । এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে ভগবানগোলা থানার পুলিশ বটতলা এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় 21 লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম সুরাজচন্দ্র স্বর্ণকার । তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, সোনার বিস্কুট বিক্রি করে ওই ব্যক্তি এই টাকা পেয়েছে ৷

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বিকেলে বিক্রি হওয়া সোনার বিস্কুট-সহ শফিউল্লা শেখকে গ্রেফতার করে পুলিশ । শফিউল্লা শেখের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 349 গ্রাম সোনা । বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজারমূল্য 22 লক্ষ টাকা বলে দাবি পুলিশের । বুধবার সকালে ধৃত দুই ব্যক্তিকে লালবাগ আদালতে পাঠায় ভগবানগোলা থানার পুলিশ ।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে লালগোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল সোনার বিস্কুট । পাচারকারীদের কাছ থেকে বিস্কুটগুলি সংগ্রহ করেছিলেন ভগবানগোলার বাসিন্দা সুরাজচন্দ্র স্বর্ণকার । মঙ্গলবার তিনি সেগুলি বিক্রি করেন বেলডাঙার শফিউল্লা শেখের কাছে । আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সোনার বিস্কুট ঢুকলেও বিএসএফের নজরে না আসায় সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে ।

ভগবানগোলা, 6 সেপ্টেম্বর: 349 গ্রাম সোনার বিস্কুট ও নগদ 21 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ভগবানগোলা থানার পুলিশ । এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে ভগবানগোলা থানার পুলিশ বটতলা এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় 21 লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম সুরাজচন্দ্র স্বর্ণকার । তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, সোনার বিস্কুট বিক্রি করে ওই ব্যক্তি এই টাকা পেয়েছে ৷

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বিকেলে বিক্রি হওয়া সোনার বিস্কুট-সহ শফিউল্লা শেখকে গ্রেফতার করে পুলিশ । শফিউল্লা শেখের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 349 গ্রাম সোনা । বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজারমূল্য 22 লক্ষ টাকা বলে দাবি পুলিশের । বুধবার সকালে ধৃত দুই ব্যক্তিকে লালবাগ আদালতে পাঠায় ভগবানগোলা থানার পুলিশ ।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে লালগোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল সোনার বিস্কুট । পাচারকারীদের কাছ থেকে বিস্কুটগুলি সংগ্রহ করেছিলেন ভগবানগোলার বাসিন্দা সুরাজচন্দ্র স্বর্ণকার । মঙ্গলবার তিনি সেগুলি বিক্রি করেন বেলডাঙার শফিউল্লা শেখের কাছে । আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সোনার বিস্কুট ঢুকলেও বিএসএফের নজরে না আসায় সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.