ETV Bharat / state

ডোমকলে প্রকাশ্যে গুলি চালিয়ে গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা - domkal Trinamool ward president

গতকাল বিকেলে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ যেখানে দেখা যায়, প্রকাশ্যে গুলি চালাচ্ছেন ডোমকল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি আশাদুল শেখ ৷ তারপরই গতরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

তৃণমূল ব্লক সভাপতি
তৃণমূল ব্লক সভাপতি
author img

By

Published : Aug 31, 2020, 4:51 PM IST

কলকাতা, 31 অগাস্ট : রাস্তায় দিনের আলোয় গুলি চালাচ্ছেন ডোমকলের পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশাদুল শেখ । গতকাল প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো । তারপর গতরাতেই গুলি চালানোর অভিযোগে ওই ওয়ার্ড সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ আজ সকালে তাদের বহরমপুর জেলা দায়রা আদালতে তোলা হয় ৷ অভিযুক্তদের পাঁচদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গতকাল দুপুরে গুলি চালানোর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তৎপর হয় জেলা পুলিশ প্রশাসন ৷ বিকেলের মধ্যে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ রাতেই গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে ৷ তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আশাদুল শেখ। আর অপর দুই অভিযুক্ত রাকিবুল ইসলাম ও লেকচা মণ্ডল । আজ ওই তিন অভিযুক্তকে বহরমপুর দায়রা আদালতে হাজির করে পুলিশ ৷ ধৃতদের সাতদিনে পুলিশ হেপাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফে । তবে আদালত অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

অভিযোগ, গতকাল দুপুরে ফুটপাথের জায়গা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ডোমকল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর । দুষ্কৃতীরা প্রকাশ্যে রাস্তায় নেমে তাণ্ডব চালায় । ভরদুপুরে গুলি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । মোট ছ'রাউন্ড গুলি চলে । গুলিতে জখম হয় দু'জন । এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি আশাদুল শেখ ৷ ঘটনার পর পরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ যেখানে দেখা যায় প্রকাশ্যে গুলি চালাচ্ছেন আশাদুল শেখ ৷ তারপরই গতরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

গ্রেপ্তার তিন অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হয়

আরও পড়ুন:ডোমকলে প্রকাশ্য রাস্তায় গুলি তৃণমূল নেতার, জখম 2

ডোমকলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর দীর্ঘদিনের । স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের মতে, ওয়ার্ড সভাপতি আশাদুল শেখ ও সক্রিয় তৃণমূল কর্মী আবুল হোসেনের মধ্যে মন কষাকষি থেকেই এই গোষ্ঠী সংঘর্ষ ।

কলকাতা, 31 অগাস্ট : রাস্তায় দিনের আলোয় গুলি চালাচ্ছেন ডোমকলের পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশাদুল শেখ । গতকাল প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো । তারপর গতরাতেই গুলি চালানোর অভিযোগে ওই ওয়ার্ড সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ আজ সকালে তাদের বহরমপুর জেলা দায়রা আদালতে তোলা হয় ৷ অভিযুক্তদের পাঁচদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গতকাল দুপুরে গুলি চালানোর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তৎপর হয় জেলা পুলিশ প্রশাসন ৷ বিকেলের মধ্যে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ রাতেই গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে ৷ তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আশাদুল শেখ। আর অপর দুই অভিযুক্ত রাকিবুল ইসলাম ও লেকচা মণ্ডল । আজ ওই তিন অভিযুক্তকে বহরমপুর দায়রা আদালতে হাজির করে পুলিশ ৷ ধৃতদের সাতদিনে পুলিশ হেপাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফে । তবে আদালত অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

অভিযোগ, গতকাল দুপুরে ফুটপাথের জায়গা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ডোমকল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর । দুষ্কৃতীরা প্রকাশ্যে রাস্তায় নেমে তাণ্ডব চালায় । ভরদুপুরে গুলি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । মোট ছ'রাউন্ড গুলি চলে । গুলিতে জখম হয় দু'জন । এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি আশাদুল শেখ ৷ ঘটনার পর পরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ যেখানে দেখা যায় প্রকাশ্যে গুলি চালাচ্ছেন আশাদুল শেখ ৷ তারপরই গতরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

গ্রেপ্তার তিন অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হয়

আরও পড়ুন:ডোমকলে প্রকাশ্য রাস্তায় গুলি তৃণমূল নেতার, জখম 2

ডোমকলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর দীর্ঘদিনের । স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের মতে, ওয়ার্ড সভাপতি আশাদুল শেখ ও সক্রিয় তৃণমূল কর্মী আবুল হোসেনের মধ্যে মন কষাকষি থেকেই এই গোষ্ঠী সংঘর্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.