বড়ঞা, 13 অগস্ট : সাতসকালেই মুর্শিদাবাদের বড়ঞায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাজার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি ও বোমায় মৃত্যু হয় পঞ্চায়েত সদস্যের।
কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মৃত সদস্যের নাম মুস্তফা শেখ। তাঁর বাড়ি শ্রীরামপুর গ্ৰামে। রাজনৈতিক কারণে পঞ্চায়েত সদস্যকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিন স্থানীয় সুন্দরপুর বাজারে বাজার করতে এসেছিলেন মুস্তফা শেখ। সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্ৰামের মুস্তফার উপর চৌৎপুর এলাকায় হামলা চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন : স্বামীকে খুনের অভিযোগ, গৃহবধূর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরালো মাতব্বররা
চৌৎপুর গ্ৰাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী তাঁর উপর পরিকল্পনামাফিক হামলা চালায়। বোমা ও গুলির আঘাতে একটি ধানের জমিতে লুটিয়ে পড়েন তিনি ৷
ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানায় ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এই খুন তার কোনও কিনারা এখনও করতে পারেনি পুলিশ। তবে ওই এলাকার তৃণমূল নেতৃত্ব মুস্তফার খুনের ঘটনায় আঙুল তুলেছে বিজেপি ও কংগ্রেসের দিকে ৷ কী কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷