বহরমপুর,26 ফেব্রুয়ারি :এতদিন প্রশাসনের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে শাসক দলের প্রতি তোষণের অভিযোগ করতেন বিরোধীরা ৷ বিশেষ করে আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারী সাহায্য দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি বেশ কয়েকজন বিডিও-র বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের ৷ এবার উলট পুরাণ ৷ বিডিও-র বিরুদ্ধেই অভিযোগ তুলে রাস্তা অবরোধ শাসক দলের ৷ আর সে অভিযোগ করেছেন শাসক দলেরই বিধায়ক ৷ বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করলেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। বিরোধীদের গোপনে বার্ধক্যভাতা, বিধবাভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল ধস্তাধস্তি বিডিও অফিসে। বিডিওকে হেনস্তার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। অবশেষে জাতীয় সড়ক অবরোধ করে অনুগামীদের নিয়ে বিক্ষোভে বসেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ।
নিয়ামত শেখের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধবাভাতা, বার্ধক্যভাতার তালিকা দেওয়া সত্ত্বেও বহরমপুরের বিডিও কারও ভাতা অনুমোদন করেননি। অথচ বিরোধীদের ভাতা পাইয়ে দিচ্ছেন তিনি। বিডিও দুর্নীতি করেই বিরোধীদের সুবিধা পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন :কংগ্রেসের টালবাহানার পরেও,সিদ্দিকীর সঙ্গে জোট বজায় রাখতে মরিয়া বাম
আজ অনুগামীদের নিয়ে বিডিওকে ঘেরাও করেন নিয়ামত শেখ। বিডিও অফিসেই শুরু হয় তুমুল ধস্তাধস্তি। অনুগামীদের বিরুদ্ধে বিডিওকে হেনস্তা করারও অভিযোগ উঠেছে। হেনস্তা করা হয়েছে দলীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পরে বহরমপুর বিডিও অফিসের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিধায়ক গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে এলাকায়।