ETV Bharat / state

Sukanta Majumdar at Sagardighi: সুকান্তর কনভয়ের ধাক্কায় মারা পড়ল ছাগল, 5 হাজার টাকা জরিমানা আদায় তৃণমূলের - Sukanta Majumdar faces protest at Sagardighi

শনিবার সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে (TMC protest against Sukanta Majumdar) ৷

ETV Bharat
সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে তৃণমূলের বিক্ষোভ
author img

By

Published : Feb 25, 2023, 7:57 PM IST

সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে তৃণমূলের বিক্ষোভ

সাগরদিঘি, 25 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের প্রচারে গিয়ে বিপত্তি ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ের গাড়ির ধাক্কায় মারা পড়ল একটি ছাগল, এই অভিযোগ তুলেই বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ পরে পুলিশি হস্তক্ষেপে বিজেপি'র থেকে 5 হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় সুকান্তর কনভয়কে ৷

ঘটনাটি ঘটেছে তাঁতিবিড়ল গ্রামে ৷ প্রচারের শেষ লগ্নে এদিন সকাল থেকেই সাগরদিঘিতে ভোট প্রচার করছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ কর্মী সমর্থকদের নিয়ে কয়েকটি এলাকাতেও যান তিনি ৷ তবে সুকান্তের প্রচার পর্বের মাঝেই এদিন তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও (Sukanta Majumdar faces protest at Sagardighi) ৷

অভিযোগ, এদিন তাঁতিবিড়ল গ্রামের মধ্য দিয়ে রাজ্য বিজেপি সভাপতির কনভয় যাওয়ার সময় সেই গাড়ির ধাক্কায় একটি ছাগল মারা পড়ে ৷ এরপরেই তৃণমূল কর্মীরা হাতে দলের ঝান্ডা নিয়ে পথ আটকায় সুকান্তর । গো-ব্যাক স্লোগান তুলে কনভয়ের সামনে এসে দাঁড়ান তৃণমূল কর্মীরা ৷ ছাগল মারা পড়ায় তৃণমূলের বিক্ষোভে আরও ইন্ধন যোগ হয় ৷ দাবি করা হয় ক্ষতিপূরণের ৷ এরপর বিজেপি'র পক্ষ থেকে ওই ছাগলের মালিকের জন্য 5 হাজার টাকা দেওয়া হয় ৷ তারপর সুকান্ত মজুমদারের কনভয়কে যেতে দেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি, তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ

তবে তাঁর কনভয় আটকে তৃণমূলের এদিনের বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সুকান্ত বলেন," এটা তৃণমূল কংগ্রেসের অসভ্যতামো, ওরা এইরকম রাজনীতিতে বিশ্বাস করে । তারা স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলা করে ৷ তৃণমূলের হার্মাদ বাহিনী পশ্চিমবঙ্গে অশান্ত পরিবেশ তৈরি করছে। পশ্চিমবঙ্গের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে ৷ চাকরি ও বাড়ি সব চুরি করছে । তা না হলে তারা উন্নতি করবে কীভাবে । যারা গো-ব্যাক স্লোগান তুলছে তাদেরই বাড়ির লোকই অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে এখানে কাজ না-পেয়ে ।

সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে তৃণমূলের বিক্ষোভ

সাগরদিঘি, 25 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের প্রচারে গিয়ে বিপত্তি ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ের গাড়ির ধাক্কায় মারা পড়ল একটি ছাগল, এই অভিযোগ তুলেই বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ পরে পুলিশি হস্তক্ষেপে বিজেপি'র থেকে 5 হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় সুকান্তর কনভয়কে ৷

ঘটনাটি ঘটেছে তাঁতিবিড়ল গ্রামে ৷ প্রচারের শেষ লগ্নে এদিন সকাল থেকেই সাগরদিঘিতে ভোট প্রচার করছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ কর্মী সমর্থকদের নিয়ে কয়েকটি এলাকাতেও যান তিনি ৷ তবে সুকান্তের প্রচার পর্বের মাঝেই এদিন তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও (Sukanta Majumdar faces protest at Sagardighi) ৷

অভিযোগ, এদিন তাঁতিবিড়ল গ্রামের মধ্য দিয়ে রাজ্য বিজেপি সভাপতির কনভয় যাওয়ার সময় সেই গাড়ির ধাক্কায় একটি ছাগল মারা পড়ে ৷ এরপরেই তৃণমূল কর্মীরা হাতে দলের ঝান্ডা নিয়ে পথ আটকায় সুকান্তর । গো-ব্যাক স্লোগান তুলে কনভয়ের সামনে এসে দাঁড়ান তৃণমূল কর্মীরা ৷ ছাগল মারা পড়ায় তৃণমূলের বিক্ষোভে আরও ইন্ধন যোগ হয় ৷ দাবি করা হয় ক্ষতিপূরণের ৷ এরপর বিজেপি'র পক্ষ থেকে ওই ছাগলের মালিকের জন্য 5 হাজার টাকা দেওয়া হয় ৷ তারপর সুকান্ত মজুমদারের কনভয়কে যেতে দেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি, তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ

তবে তাঁর কনভয় আটকে তৃণমূলের এদিনের বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সুকান্ত বলেন," এটা তৃণমূল কংগ্রেসের অসভ্যতামো, ওরা এইরকম রাজনীতিতে বিশ্বাস করে । তারা স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলা করে ৷ তৃণমূলের হার্মাদ বাহিনী পশ্চিমবঙ্গে অশান্ত পরিবেশ তৈরি করছে। পশ্চিমবঙ্গের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে ৷ চাকরি ও বাড়ি সব চুরি করছে । তা না হলে তারা উন্নতি করবে কীভাবে । যারা গো-ব্যাক স্লোগান তুলছে তাদেরই বাড়ির লোকই অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে এখানে কাজ না-পেয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.