ETV Bharat / state

রঘুনাথগঞ্জে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান - Tmc panchayat chief arrested

দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হল রঘুনাথগঞ্জ - 2 ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপি ঘোষকে ৷ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে । আজ তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।

panchayat chief arrested in Raghunathganj on non-bailable charge
রঘুনাথগঞ্জে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান
author img

By

Published : Jun 14, 2020, 6:16 AM IST

রঘুনাথগঞ্জ, 13 জুন : দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান । তাঁর নাম বাপি ঘোষ ৷ ঘটনার পর কয়েকদিন পলাতক ছিলেন তিনি ৷ তাঁর নাম বাপি ঘোষ ৷ সে রঘুনাথগঞ্জ - 2 ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বাপি ঘোষের খবর পায় পুলিশ ৷ এরপর তাঁকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । আজ তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, দিনকয়েক আগে জোতকমল অঞ্চল সভাপতির পদ থেকে বাপি ঘোষকে অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে ৷ গোষ্ঠীদ্বন্দ্বে উওপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ ৷ পঞ্চায়েত অফিসে দলীয় সভায় ব্লক সভাপতি সামিরুদ্দিন বিশ্বাস ও বিধায়ক আকরুজ্জামানের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বাপি ঘোষের বিরুদ্ধে । সংঘর্ষে মোট 8 জন জখম হয় । তাদের মধ্যে 3 জনের অবস্থা এখনও সঙ্কটজনক । আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় দলীয় প্রধান তাঁর বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান ব্লক সভাপতি সামিরুদ্দিন বিশ্বাস । এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাপি ঘোষকে গ্রেপ্তার করে ।

রঘুনাথগঞ্জ, 13 জুন : দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান । তাঁর নাম বাপি ঘোষ ৷ ঘটনার পর কয়েকদিন পলাতক ছিলেন তিনি ৷ তাঁর নাম বাপি ঘোষ ৷ সে রঘুনাথগঞ্জ - 2 ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বাপি ঘোষের খবর পায় পুলিশ ৷ এরপর তাঁকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । আজ তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, দিনকয়েক আগে জোতকমল অঞ্চল সভাপতির পদ থেকে বাপি ঘোষকে অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে ৷ গোষ্ঠীদ্বন্দ্বে উওপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ ৷ পঞ্চায়েত অফিসে দলীয় সভায় ব্লক সভাপতি সামিরুদ্দিন বিশ্বাস ও বিধায়ক আকরুজ্জামানের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বাপি ঘোষের বিরুদ্ধে । সংঘর্ষে মোট 8 জন জখম হয় । তাদের মধ্যে 3 জনের অবস্থা এখনও সঙ্কটজনক । আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় দলীয় প্রধান তাঁর বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান ব্লক সভাপতি সামিরুদ্দিন বিশ্বাস । এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাপি ঘোষকে গ্রেপ্তার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.