ETV Bharat / state

TMC Leader Killed: গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের - মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন

গুলি করে ও বোমা মেরে নদিয়ার এক তৃণমূল নেতাকে খুন করা মুর্শিদাবাদের নওদায় ৷ মৃত তৃণমূল নেতার নাম মতিরুল ইসলাম (TMC leader killed in Naoda)।

ETV Bharat
tmc leader killed
author img

By

Published : Nov 24, 2022, 8:10 PM IST

Updated : Nov 24, 2022, 9:34 PM IST

বহরমপুর, 24 নভেম্বর: গাড়ি আটকে গুলি করে ও বোমা মেরে খুন করা হল এক তৃণমূল নেতাকে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায় ৷ মৃত তৃণমূল নেতার নাম মতিরুল ইসলাম । তিনি নদিয়া জেলার নারায়ণপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী । পাশাপাশি, নদিয়া তৃণমূল সংখ্যলঘু সেলের সভাপতিও ছিলেন তিনি (TMC leader killed in Naoda)।

মুর্শিদাবাদে নদিয়ার এই তৃণমূল নেতার খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে নওদার নদিয়া সীমান্তের জামালপুরে তাঁর গাড়ি আটকে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ আশঙ্কাজনক অবস্থায় মতিরুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই (Nadia TMC Leader killed in Murshidabad) ।

তবে, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, দুষ্কৃতীরা যে দলেরই হোক পুলিশকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ।

আরও পড়ুন: 'এনআইএ এখনও জীবিত আছে, দেশদ্রোহীরা সাবধান', খেজুরিতে হুুঁশিয়ারি শুভেন্দুর

জানা গিয়েছে, এদিন বিকেলে নওদার এক বেসরকারি মিশনে ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন মতিরুল ইসলাম । ফেরার পথে জামালপুর এলাকার শিবনগরে দুষ্কৃতীরা গাড়ি আটকে তাঁকে লক্ষ্য করে গুলি করে ও বোমা মারে ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ 2 জন সিভিক ভলান্টিয়ার ছিলেন । তাঁদের কোনও আঘাত লাগেনি ৷

গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন

এই খুনের ঘটনায় অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠছে ৷ ঘটনায় অভিযোগের তীর নওদা ব্লক তৃণমূল সভাপতি হাবিব শেখ-সহ অন্যান্য তৃণমূল নেতাদের দিকে ৷ যদিও আবু তাহের খান গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন ।

বহরমপুর, 24 নভেম্বর: গাড়ি আটকে গুলি করে ও বোমা মেরে খুন করা হল এক তৃণমূল নেতাকে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায় ৷ মৃত তৃণমূল নেতার নাম মতিরুল ইসলাম । তিনি নদিয়া জেলার নারায়ণপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী । পাশাপাশি, নদিয়া তৃণমূল সংখ্যলঘু সেলের সভাপতিও ছিলেন তিনি (TMC leader killed in Naoda)।

মুর্শিদাবাদে নদিয়ার এই তৃণমূল নেতার খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে নওদার নদিয়া সীমান্তের জামালপুরে তাঁর গাড়ি আটকে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ আশঙ্কাজনক অবস্থায় মতিরুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই (Nadia TMC Leader killed in Murshidabad) ।

তবে, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, দুষ্কৃতীরা যে দলেরই হোক পুলিশকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ।

আরও পড়ুন: 'এনআইএ এখনও জীবিত আছে, দেশদ্রোহীরা সাবধান', খেজুরিতে হুুঁশিয়ারি শুভেন্দুর

জানা গিয়েছে, এদিন বিকেলে নওদার এক বেসরকারি মিশনে ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন মতিরুল ইসলাম । ফেরার পথে জামালপুর এলাকার শিবনগরে দুষ্কৃতীরা গাড়ি আটকে তাঁকে লক্ষ্য করে গুলি করে ও বোমা মারে ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ 2 জন সিভিক ভলান্টিয়ার ছিলেন । তাঁদের কোনও আঘাত লাগেনি ৷

গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন

এই খুনের ঘটনায় অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠছে ৷ ঘটনায় অভিযোগের তীর নওদা ব্লক তৃণমূল সভাপতি হাবিব শেখ-সহ অন্যান্য তৃণমূল নেতাদের দিকে ৷ যদিও আবু তাহের খান গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন ।

Last Updated : Nov 24, 2022, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.