বহরমপুর, 27 নভেম্বর: মহিলাকে ফোন করে অশালীন মন্তব্য, এমনকি খুনের হুমকি দেওয়ারও অভিযোগ । গ্রেফতার বহরমপুর পৌরনিগমের (Berhampore Municipality) প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা নীরলতন আঢ্য (TMC Leader Arrest of Sexual Harassment) ।
শনিবার সকালে বাড়ি থেকে নীলরতনকে গ্রেফতার করে পুলিশ (Police Arrests Berhampore TMC Leader) । দুপুরেই তাঁকে আদালতে তোলা হচ্ছে । পরিবার এবং সহযোগীরা তাঁর জামিনের তোড়জোড় করছেন । তবে এনিয়ে মুখে কুলুপ জেলা তৃণমূলের ।
আরও পড়ুন: Teacher beaten up in Berhampore : স্ত্রী-সন্তানকে অস্বীকার করায় স্কুল শিক্ষককে পেটাল স্থানীয়রা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে ফোনে ওই মহিলাকে নীলরতন উত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ । নীলরতন অশালীন মন্তব্য করেন বলেও থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা । তার ভিত্তিতেই বহরমপুরের পৌরনিগমের চার বারের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
তৃণমূল সূত্রে খবর, নামেই তৃণমূলের সদস্য নীলরতন । আসলে দলের সঙ্গে তাঁর সম্পর্কে ছেদ পড়েছে বেশ কয়েক মাস আগেই । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে তাঁর গোপন যোগাযোগের খবর সামনে আসতেই দলে নীলরতনের গ্রহণযোগ্যতা কমে যায় । তার উপর, বহরমপুর শহরের তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ।
আরও পড়ুন: Murshidabad Food Poisoning : মিহিদানা খেয়ে মুর্শিদাবাদে অসুস্থ প্রায় দুশো গ্রামবাসী