ETV Bharat / state

TMC Inner Clash পদের বিনিময়ে টাকা তছরূপের অভিযোগ, ভাইরাল অডিয়োয় প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল - Burwan Block TMC Inner Clash

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব ৷ একের পর এক ঘটনায় উঠে আসছে দলীয় কোন্দলের খবর ৷ এবার প্রকাশ্যে এল বড়ঞা তৃণমূলের(Burwan TMC) গোষ্ঠীদ্বন্দ্ব ৷

Etv Bharat
বড়ঞা তৃণমূল
author img

By

Published : Aug 24, 2022, 6:23 PM IST

বড়ঞা, 24 অগস্ট: 30 লক্ষ টাকার বিনিময়ে বিজেপির নির্বাচনী এজেন্ট বড়ঞায় তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন । আর 10 লক্ষের বিনিময়ে ব্লক যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন আরেকজন । একটি ভাইরাল অডিয়ো এবং নির্বাচন কমিশনের দেওয়া একটি পরিচয় পত্র ঘিরে ব্যাপক বির্তক ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লক তৃণমূলে(Burwan TMC Inner Clash)৷

পাশাপাশি তৃণমূলের যুব সভাপতিকে পদ থেকে সরানোর জন্য নোংরা ভাষায় আক্রমণ করে রাজ্য তৃণমূল নেতৃত্বকে দেওয়া গোপন চিঠি প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে বড়ঞার ঘাসফুল শিবির(Burwan TMC)। এই ঘটনার জেরে তড়িঘড়ি বুধবার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পুরো ঘটনাটি মিথ্যা এবং ষড়যন্ত্র বলে জানিয়েছেন ৷ পাশাপাশি এদিন তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে ৷

TMC Inner Clash
বানান ভুলে ভরা বিধায়কের তৃণমূল দফতরে পাঠানো ছুটি

যদিও এই ঘটনার জন্য ক্ষুব্ধ বড়ঞার ব্লক প্রাক্তন তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ ৷ তাঁর কথায়, বড়ঞার বিধায়ক ব্লক সভাপতি করার জন্য তাঁর কাছে 30 লক্ষ টাকা দাবি করেন ৷ আর সেই টাকা দিতে না পারায় বিভিন্ন মিথ্যা অভিযোগ রাজ্য দফতরে পাঠিয়ে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় তাঁকে ।

আরও পড়ুন : তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, অভিযুক্ত দলেরই অঞ্চল সভাপতি

অন্যদিকে, এই ঘটনায় সাংবাদিক বৈঠক করে বড়ঞার প্রাক্তন ব্লক যুব সভাপতি মাহে আলম বলেন, "তাঁর বিরুদ্ধে করা বিধায়কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এদিন সাংবাদিকদের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন বড়ঞা ব্লকে প্রায় 10 বছর ধরে যুব তৃণমূলের সভাপতি পদ সামলেছি তাই আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা ও মিথ্যা সেটা এখানকার মানুষ অবশ্যই জানেন ৷ এখানকার মানুষের পাশে আমি সর্বদা থেকেছি তাই আমাকে সরানোর জন্য নোংরা খেলাই মেতেছেন বিধায়ক ।"

পদের বিনিময়ে টাকা তছরূপের অভিযোগে তৃণমূলের বড়ঞা ব্লক নেতৃত্বের প্রতিক্রিয়া

এছাড়াও বিধায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য সামনে এনেছে বড়ঞার আদি তৃণমূল নেতৃত্ব(Inner Clash in Murshidabad TMC)। এই ঘটনায় বিজেপি নেতা গৌরীশংকর ঘোষ জানান, ভাইরাল হওয়া সচিত্র পরিচয় পত্রটি ঠিক ৷ এটি ভুয়ো নয় ৷ দলেরই একটা অংশ এই ঘটনায় জড়িয়ে যাওয়ায় বিজেপি দলের পক্ষ থেকে আমরা লজ্জিত ৷ এমন এজেন্টকে আমাদের নির্বাচিত করার জন্য যে এজেন্ট এক বছরের মাথায় তৃণমূলের ব্লক সভাপতি হতে পারে ।
আরও পড়ুন : মুর্শিদাবাদ জেলার ব্লক যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বের তালিকা প্রকাশ তৃণমূলের

বড়ঞা, 24 অগস্ট: 30 লক্ষ টাকার বিনিময়ে বিজেপির নির্বাচনী এজেন্ট বড়ঞায় তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন । আর 10 লক্ষের বিনিময়ে ব্লক যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন আরেকজন । একটি ভাইরাল অডিয়ো এবং নির্বাচন কমিশনের দেওয়া একটি পরিচয় পত্র ঘিরে ব্যাপক বির্তক ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লক তৃণমূলে(Burwan TMC Inner Clash)৷

পাশাপাশি তৃণমূলের যুব সভাপতিকে পদ থেকে সরানোর জন্য নোংরা ভাষায় আক্রমণ করে রাজ্য তৃণমূল নেতৃত্বকে দেওয়া গোপন চিঠি প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে বড়ঞার ঘাসফুল শিবির(Burwan TMC)। এই ঘটনার জেরে তড়িঘড়ি বুধবার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পুরো ঘটনাটি মিথ্যা এবং ষড়যন্ত্র বলে জানিয়েছেন ৷ পাশাপাশি এদিন তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে ৷

TMC Inner Clash
বানান ভুলে ভরা বিধায়কের তৃণমূল দফতরে পাঠানো ছুটি

যদিও এই ঘটনার জন্য ক্ষুব্ধ বড়ঞার ব্লক প্রাক্তন তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ ৷ তাঁর কথায়, বড়ঞার বিধায়ক ব্লক সভাপতি করার জন্য তাঁর কাছে 30 লক্ষ টাকা দাবি করেন ৷ আর সেই টাকা দিতে না পারায় বিভিন্ন মিথ্যা অভিযোগ রাজ্য দফতরে পাঠিয়ে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় তাঁকে ।

আরও পড়ুন : তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, অভিযুক্ত দলেরই অঞ্চল সভাপতি

অন্যদিকে, এই ঘটনায় সাংবাদিক বৈঠক করে বড়ঞার প্রাক্তন ব্লক যুব সভাপতি মাহে আলম বলেন, "তাঁর বিরুদ্ধে করা বিধায়কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এদিন সাংবাদিকদের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন বড়ঞা ব্লকে প্রায় 10 বছর ধরে যুব তৃণমূলের সভাপতি পদ সামলেছি তাই আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা ও মিথ্যা সেটা এখানকার মানুষ অবশ্যই জানেন ৷ এখানকার মানুষের পাশে আমি সর্বদা থেকেছি তাই আমাকে সরানোর জন্য নোংরা খেলাই মেতেছেন বিধায়ক ।"

পদের বিনিময়ে টাকা তছরূপের অভিযোগে তৃণমূলের বড়ঞা ব্লক নেতৃত্বের প্রতিক্রিয়া

এছাড়াও বিধায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য সামনে এনেছে বড়ঞার আদি তৃণমূল নেতৃত্ব(Inner Clash in Murshidabad TMC)। এই ঘটনায় বিজেপি নেতা গৌরীশংকর ঘোষ জানান, ভাইরাল হওয়া সচিত্র পরিচয় পত্রটি ঠিক ৷ এটি ভুয়ো নয় ৷ দলেরই একটা অংশ এই ঘটনায় জড়িয়ে যাওয়ায় বিজেপি দলের পক্ষ থেকে আমরা লজ্জিত ৷ এমন এজেন্টকে আমাদের নির্বাচিত করার জন্য যে এজেন্ট এক বছরের মাথায় তৃণমূলের ব্লক সভাপতি হতে পারে ।
আরও পড়ুন : মুর্শিদাবাদ জেলার ব্লক যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বের তালিকা প্রকাশ তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.