বহরমপুর, 9 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাক্তন যুব সভাপতির বাড়িতে চড়াও হয়ে গুলি চালানোর অভিযোগ উঠল শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদে । ঘটনা জেরে আতঙ্কিত হয়ে পড়েন পরিবার-সহ প্রতিবেশীরা ।
পরিবারের অভিযোগ, রাত দশটা নাগাদ সশ্রস্ত্র বাড়িতে চড়াও হয় চার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । দরজা ভেঙে ঢুকে গাড়ি ভাঙচুর করে তারা । পরে এক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ পরিবারের । মুক্তি হালদারকে খুঁজতে আসে তারা বাড়িতে ৷ তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকেদের প্রাণনাশের হুমকি দিয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে বেড়িয়ে যায় দুষ্কৃতীরা । গুলির খোল বাড়িতেই পড়ে রয়েছে (TMC accused of attacking former party youth president house) ।
দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিহ্নিত করে তার নামে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের লোকজন । তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই চিহ্নিত করছেন পরিবারের লোক । ঘটনার পরে পুলিশের কোনও সাহায্য পায়নি বলেও অভিযোগ মুক্তি হালদারের পরিবারের ।
পরিবারের দাবি, গতকাল রাত থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের । কী কারণে এই আক্রমণ কিছু বুঝে উঠতে পারছেন না তারা । তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি শম্ভু হালদার বলেন, আমি নিজে একজন তৃণমূল কর্মী । আর আগেও দাদাকে মারধর করা হয়েছিল । আইসিকে বলেছিলাম । উনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন । কিন্তু কাল থেকে পুলিশের কোনও সদর্থক ভূমিকা নেই । বহরমপুর পৌরসভার চেয়ায়াম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই । তবে গুলি চালানো কেন হল, কেন এলাকায় সন্ত্রাস ছড়ানো হচ্ছে, তা পুলিশকে দেখতে বলেছি । অপরাধীদের কোনও রাজনৈতিক রঙ বিচার করা হবে না ।"
আরও পড়ুন: চাকরির পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তৃণমূল বিধায়কের অডিয়ো ভাইরাল
গৃহবধূ সীমা হালদার বলেন, "মদ্যপ অবস্থায় দরজায় লাথি মারছিল । শেষে দরজা ভেঙেই বাড়িতে ডোকে । অকথ্য ভাষাই গালিগালাজ করার পাশাপাশি আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দেয় । আমি বারবার বলেছি উনি বাড়িতে নেই । বেড়িয়ে যাওয়ার সময় ফাঁকা জায়গায় গুলি চালায় ।" বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার । লিখিত অভিযোগ জানিয়েছেন মুক্তি হালদারের বাবা । শান্তি হালিদার বলেন, "কয়েকজনের জন্য সৈয়দাবাদে মানুষ চরম আতঙ্কে দিন কাটায় । আমি বয়স্ক মানুষ । পুলিশের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করেছি ।"