ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 3 - Covid positive

মুর্শিদাবাদে আরও তিনজন কোরোনায় আক্রান্ত । পরিযায়ী শ্রমিকরা ফিরছে । ফলে জেলায় কোরোনা আতঙ্ক বেড়েই চলেছে ।

Three more covid positive cases in Murshidabad
Three more covid positive cases in Murshidabad
author img

By

Published : May 29, 2020, 6:01 PM IST

মুর্শিদাবাদ, 29 মে : শুক্রবার আরও তিন কোরোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের দু'জন সালার থানার বাসিন্দা । আর একজন সাগরদিঘি থানা এলাকার বাসিন্দা । তিনজনই ভিনরাজ্য থেকে ফিরেছেন ।

আজ তাঁদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 77 । 34 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে কোরোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ।

মুর্শিদাবাদ জেলায় যতজন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে 80 শতাংশই ভিনরাজ্য থেকে ফিরেছেন । প্রতিদিন ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরছেন । বৃহস্পতিবার রাতে 1হাজার 370 জন যাত্রী নিয়ে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকেছে বহরমপুর কোর্ট স্টেশনে । 218 জন যাত্রী নিয়ে নাগপুর থেকে ফরাক্কা এসেছে আরও একটি ট্রেন । এছাড়া উত্তরবঙ্গগামী 24টি ট্রেন ফরাক্কা স্টেশনে থেমেছিল । মুম্বই থেকে ১7টি, গুজরাট থেকে তিনটি ও বেঙ্গালুরু, দিল্লি থেকে 2টি ট্রেন ঢুকেছে ।

মুর্শিদাবাদে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু'জনের ।

মুর্শিদাবাদ, 29 মে : শুক্রবার আরও তিন কোরোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের দু'জন সালার থানার বাসিন্দা । আর একজন সাগরদিঘি থানা এলাকার বাসিন্দা । তিনজনই ভিনরাজ্য থেকে ফিরেছেন ।

আজ তাঁদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 77 । 34 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে কোরোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ।

মুর্শিদাবাদ জেলায় যতজন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে 80 শতাংশই ভিনরাজ্য থেকে ফিরেছেন । প্রতিদিন ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরছেন । বৃহস্পতিবার রাতে 1হাজার 370 জন যাত্রী নিয়ে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকেছে বহরমপুর কোর্ট স্টেশনে । 218 জন যাত্রী নিয়ে নাগপুর থেকে ফরাক্কা এসেছে আরও একটি ট্রেন । এছাড়া উত্তরবঙ্গগামী 24টি ট্রেন ফরাক্কা স্টেশনে থেমেছিল । মুম্বই থেকে ১7টি, গুজরাট থেকে তিনটি ও বেঙ্গালুরু, দিল্লি থেকে 2টি ট্রেন ঢুকেছে ।

মুর্শিদাবাদে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু'জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.