ETV Bharat / state

মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস, গ্রেফতার 3

মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস ৷ জেলার সাগরদিঘি থানা এলাকা থেকে গ্রেফতার তিন ৷ উদ্ধার করা হয় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Three arrested for making fake Aadhaar Cards in Murshidabad
মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস, গ্রেফতার তিন
author img

By

Published : Jun 29, 2021, 8:34 PM IST

জঙ্গিপুর, 29 জুন : আধার কার্ড জালিয়াতির পর্দা ফাঁস মুর্শিদাবাদে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের ৷ ঘটনায় জেলার সাগরদিঘি থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে নকল আধার কার্ড তৈরির বেশ কিছু সরঞ্জাম ৷ ধৃতদের নাম অতুল চৌধুরী, বিজয় রায় ও আমজাদ শেখ ৷ অভিযুক্তদের তিনজনকেই মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার পর দ্রুত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় পুলিশ ৷

আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা

পুলিশ সূত্রে খবর, তিন মাস ধরে জাল আধার কার্ড চক্র চলছিল সাগরদিঘি থানা এলাকায়। গোপন সূত্রে সেই খবর আসে সাগরদিঘি থানায় ৷ এরপর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ও বেশ কিছু ভুয়ো আধার কার্ড ৷ কার্ড তৈরির বরাতের একটি তালিকাও মিলেছে ওই বাড়ি তল্লাশি করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকায় ভুয়ো আধার কার্ডগুলি বিক্রি করা হত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, তা হল, গত তিনমাস ধরে এই চক্র এলাকায় বেআইনি কারবার চালাচ্ছিল ৷

পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এই প্রসঙ্গে বলেন, ‘‘এইভাবে আধার কার্ড তৈরি করা বেআইনি। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই ৷ আমাদের আবেদন, এমন কোনও ঘটনা ঘটলে তাঁরা যেন আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন ৷’’

আরও পড়ুন : কুলটিতে জাল ওষুধ কারখানার হদিশ, ধৃত 5

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন ৷ এর সঙ্গে পড়শি বাংলাদেশের কোনও দুষ্কৃতী দলের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতরা কীভাবে আধার কার্ড তৈরি করতে শিখল, কাদের কাছ থেকে কাজের বরাত পেত, সেসবও জানতে চায় পুলিশ ৷ যাতে এই চক্রকে সমূলে উৎখাত করা সম্ভব হয় ৷

জঙ্গিপুর, 29 জুন : আধার কার্ড জালিয়াতির পর্দা ফাঁস মুর্শিদাবাদে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের ৷ ঘটনায় জেলার সাগরদিঘি থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে নকল আধার কার্ড তৈরির বেশ কিছু সরঞ্জাম ৷ ধৃতদের নাম অতুল চৌধুরী, বিজয় রায় ও আমজাদ শেখ ৷ অভিযুক্তদের তিনজনকেই মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার পর দ্রুত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় পুলিশ ৷

আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা

পুলিশ সূত্রে খবর, তিন মাস ধরে জাল আধার কার্ড চক্র চলছিল সাগরদিঘি থানা এলাকায়। গোপন সূত্রে সেই খবর আসে সাগরদিঘি থানায় ৷ এরপর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ও বেশ কিছু ভুয়ো আধার কার্ড ৷ কার্ড তৈরির বরাতের একটি তালিকাও মিলেছে ওই বাড়ি তল্লাশি করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকায় ভুয়ো আধার কার্ডগুলি বিক্রি করা হত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, তা হল, গত তিনমাস ধরে এই চক্র এলাকায় বেআইনি কারবার চালাচ্ছিল ৷

পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এই প্রসঙ্গে বলেন, ‘‘এইভাবে আধার কার্ড তৈরি করা বেআইনি। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই ৷ আমাদের আবেদন, এমন কোনও ঘটনা ঘটলে তাঁরা যেন আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন ৷’’

আরও পড়ুন : কুলটিতে জাল ওষুধ কারখানার হদিশ, ধৃত 5

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন ৷ এর সঙ্গে পড়শি বাংলাদেশের কোনও দুষ্কৃতী দলের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতরা কীভাবে আধার কার্ড তৈরি করতে শিখল, কাদের কাছ থেকে কাজের বরাত পেত, সেসবও জানতে চায় পুলিশ ৷ যাতে এই চক্রকে সমূলে উৎখাত করা সম্ভব হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.