ETV Bharat / state

ফরাক্কায় বাস-ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষ, মৃত 6 - মুর্শিদাবাদ

ফরাক্কায় খয়রাকান্দিতে 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্যাঙ্কারের ৷ সেখানে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলায় একটি রুটেই যানবাহন চলছিল । সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷

image
ফারাক্কায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Nov 30, 2019, 11:12 AM IST

Updated : Nov 30, 2019, 11:50 AM IST

ফরাক্কা, 30 নভেম্বর: শনিবার ভোরে ফরাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ একটি নাইট সার্ভিস বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় 12 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর । উদ্ধার কার্যে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ৷

আহতদের বেনিয়াগ্রাম গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়েছে । বাসের চালক অজয় সিংহ ও ট্যাঙ্কারের চালক সনু কুমারের ঘটনাস্থানেই মৃত্যু হয় । নিহত যাত্রীদের মধ্যে একজন অরূপ ঘোষ ৷ কান্দি থানার ঘনশ্যামপুরের বাসিন্দা ছিলেন তিনি ৷ নিহত আরও 3 জনের পরিচয় জানা যায়নি ৷

ফরাক্কায় পথ দুর্ঘটনা ৷ দেখুন ভিডিয়ো

ফরাক্কায় খয়রাকান্দিতে 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্যাঙ্কারের ৷ সেখানে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলায় একটি রুটেই যানবাহন চলছিল । সেই সময় দুর্ঘটনাটি ঘটে৷

শিলিগুড়ি থেকে বহরমপুরে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি । অন্যদিকে কলকাতা থেকে অসম যাচ্ছিল ট্যাঙ্কারটি ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কার্য শুরু করে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ৷ কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের ।

ফরাক্কা, 30 নভেম্বর: শনিবার ভোরে ফরাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ একটি নাইট সার্ভিস বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় 12 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর । উদ্ধার কার্যে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ৷

আহতদের বেনিয়াগ্রাম গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়েছে । বাসের চালক অজয় সিংহ ও ট্যাঙ্কারের চালক সনু কুমারের ঘটনাস্থানেই মৃত্যু হয় । নিহত যাত্রীদের মধ্যে একজন অরূপ ঘোষ ৷ কান্দি থানার ঘনশ্যামপুরের বাসিন্দা ছিলেন তিনি ৷ নিহত আরও 3 জনের পরিচয় জানা যায়নি ৷

ফরাক্কায় পথ দুর্ঘটনা ৷ দেখুন ভিডিয়ো

ফরাক্কায় খয়রাকান্দিতে 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্যাঙ্কারের ৷ সেখানে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলায় একটি রুটেই যানবাহন চলছিল । সেই সময় দুর্ঘটনাটি ঘটে৷

শিলিগুড়ি থেকে বহরমপুরে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি । অন্যদিকে কলকাতা থেকে অসম যাচ্ছিল ট্যাঙ্কারটি ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কার্য শুরু করে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ৷ কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের ।

Intro:বেসরকারি বাসের সাথে ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, জখম বহু।Body:বেসরকারি বাসের সাথে ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, জখম বহু।

ফারাক্কা: নাইট সার্ভিস বাসের সাথে তেল ট্যাংকারের মুখোমুখি সঙ্ঘর্ষে মৃত্যু হলো ছয়জনের। জখম আরো বারোজন। শনিবার কাকভোরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কার খয়রাকান্দি ৩৪ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর শনিবার শিলিগুড়ির দিক থেকে বহরমপুরের দিকে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। অন্যদিকে কলকাতা থেকে আসাম যাচ্ছিল একটি তেল ট্যাংকার বাহি লরিটি। ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় এক রুটেই হচ্ছিল যান চলাচল। ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ১২জন প্যাসেঞ্জারের বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। বাসের চালকের নাম অজয় সিংহ ও তেল ট্যংকারের চালকের নাম সনু কুমার।ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।Conclusion:১২জন প্যাসেঞ্জারের বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। বাসের চালকের নাম অজয় সিংহ ও তেল ট্যংকারের চালকের নাম সনু কুমার।ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।
Last Updated : Nov 30, 2019, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.