ETV Bharat / state

Berhampur college Student Murder Case: বহরমপুরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক, বুধবার সাজা ঘোষণা - সুতপা চৌধুরী খুনের ঘটনা

2021 সালের 2 মে বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে ৷ মঙ্গলবার এই রায় দিয়েছে বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 7:57 PM IST

Updated : Aug 29, 2023, 8:11 PM IST

বহরমপুরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক

বহরমপুর, 29 অগস্ট: কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুনের ঘটনায় মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হল তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে ৷ এদিন এই খুনের মামলায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক । বুধবার সাজা ঘোষণা করবেন বিচারক ৷ 2021 সালের 2 মে বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হস্টেলের সামনে প্রাক্তন প্রেমিক সুশান্তর হাতে নৃশংসভাবে খুন হন সুতপা চৌধুরী । ঘটনার চার ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সেসময় ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠেছিল সকলে ৷

অভিযুক্তকে জেলা হেফাজতে রেখেই এতদিন এই মামলার শুনানি চলছিল । মোট 34 জনের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সুশান্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে । রায় ঘোষণার পর এদিন আদালতে কান্নায় ভেঙে পড়েন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী । মেয়ের খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি । আগামিকাল বিচারক কী রায় দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে সুতপার পরিবার ৷ মাত্র পাঁচদিন আগে এই এজলাসের বিচারক একজনের ফাঁসির সাজা দিয়েছেন । বুধবার বিচারক কী রায় দেবেন সেদিকেই তাই নজর সকলের ৷

2021 সালের 2 মে সন্ধ্যা নাগাদ বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হোস্টেলের দরজার সামনে সুতপা চৌধুরীকে পিস্তল হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী । পরে জানা যায় হাতে থাকা পিস্তলটি ছিল খেলনা । সেই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী ছিলেন বহু মানুষ । কিন্তু কেউ সেদিন সাহস করে এগিয়ে যেতে পারেনি ওই কলেজ পড়ুয়াকে বাঁচাতে । ঘটনার চার ঘন্টার মধ্যেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ । বাজেয়াপ্ত করা হয় খেলনা পিস্তল ও খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুটিই কেনা হয়েছিল অনলাইনে ।

সুতপা চৌধুরীর বাড়ি মালদার ইংরেজবাজারে । দোষী সাব্যস্ত সুশান্তের বাড়িও মালদায় । বহরমপুর গার্লস কলেজের ওই ছাত্রী গার্লস হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন । 2021 সালের 2 মে সুতপাকে ফোন করে ডেকে এনে তাঁকে খুন করে সুশান্ত । ছ'মাসের মধ্যে ট্রায়াল শেষ করে 34 জনের সাক্ষ্যগ্রহণ করা হয় । দোষী সাব্যস্ত হওয়ার পর কার্যত নীরব হয়ে গিয়েছে সুশান্ত চৌধুরী । গত 24 অগস্ট এই এজলাসেই সপরিবারে স্কুল শিক্ষককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত উৎপল বেহারার ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক সন্তোষ কুমার পাঠক ।

বহরমপুরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক

বহরমপুর, 29 অগস্ট: কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুনের ঘটনায় মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হল তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে ৷ এদিন এই খুনের মামলায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক । বুধবার সাজা ঘোষণা করবেন বিচারক ৷ 2021 সালের 2 মে বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হস্টেলের সামনে প্রাক্তন প্রেমিক সুশান্তর হাতে নৃশংসভাবে খুন হন সুতপা চৌধুরী । ঘটনার চার ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সেসময় ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠেছিল সকলে ৷

অভিযুক্তকে জেলা হেফাজতে রেখেই এতদিন এই মামলার শুনানি চলছিল । মোট 34 জনের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সুশান্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে । রায় ঘোষণার পর এদিন আদালতে কান্নায় ভেঙে পড়েন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী । মেয়ের খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি । আগামিকাল বিচারক কী রায় দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে সুতপার পরিবার ৷ মাত্র পাঁচদিন আগে এই এজলাসের বিচারক একজনের ফাঁসির সাজা দিয়েছেন । বুধবার বিচারক কী রায় দেবেন সেদিকেই তাই নজর সকলের ৷

2021 সালের 2 মে সন্ধ্যা নাগাদ বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হোস্টেলের দরজার সামনে সুতপা চৌধুরীকে পিস্তল হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী । পরে জানা যায় হাতে থাকা পিস্তলটি ছিল খেলনা । সেই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী ছিলেন বহু মানুষ । কিন্তু কেউ সেদিন সাহস করে এগিয়ে যেতে পারেনি ওই কলেজ পড়ুয়াকে বাঁচাতে । ঘটনার চার ঘন্টার মধ্যেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ । বাজেয়াপ্ত করা হয় খেলনা পিস্তল ও খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুটিই কেনা হয়েছিল অনলাইনে ।

সুতপা চৌধুরীর বাড়ি মালদার ইংরেজবাজারে । দোষী সাব্যস্ত সুশান্তের বাড়িও মালদায় । বহরমপুর গার্লস কলেজের ওই ছাত্রী গার্লস হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন । 2021 সালের 2 মে সুতপাকে ফোন করে ডেকে এনে তাঁকে খুন করে সুশান্ত । ছ'মাসের মধ্যে ট্রায়াল শেষ করে 34 জনের সাক্ষ্যগ্রহণ করা হয় । দোষী সাব্যস্ত হওয়ার পর কার্যত নীরব হয়ে গিয়েছে সুশান্ত চৌধুরী । গত 24 অগস্ট এই এজলাসেই সপরিবারে স্কুল শিক্ষককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত উৎপল বেহারার ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক সন্তোষ কুমার পাঠক ।

Last Updated : Aug 29, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.