ETV Bharat / state

Road Accident: 'সুবজ সাথী' সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 ছাত্রী

'সুবজ সাথী' সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় (Road Accident) বলি দুই ছাত্রী ৷ লরির ধাক্কায় মৃত সরলা কিশোরপুর গ্রামের বাসিন্দা দীপিকা, বণী ৷

Etv Bharat
বাড়ি ফেরার পথে দুর্ঘটনা মৃত 2 ছাত্রী
author img

By

Published : Mar 17, 2023, 10:44 PM IST

সুতি, 17 মার্চ: স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল (sabooj sathi cycle) নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত দুই স্কুল ছাত্রী (Student Died On Road Accident)। গুরুতর জখম আরও এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । মৃত দুই ছাত্রীর নাম দীপিকা মণ্ডল (15) ও বাণী মণ্ডল (16)। শুক্রবার ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায়। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সুতি থানার সরলা কিশোরপুর গ্রামে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহিরণ সচীদানান্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণি উত্তীর্ণ হয়ে দশম শ্রেণিতে ভর্তি হয়েছিল ওই তিন ছাত্রী (School Students)। এদিন স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল তারা। সেই সময় মালদহগামী একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে ওই তিন ছাত্রীকে (car accident in suti)। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

অপর আর এক ছাত্রী আরতি মণ্ডলকে গুরুতর অবস্থায় জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয় ৷ পরে তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ ঘটনার কথা জানতে পের তড়িঘড়ি এলাকায় পৌঁছন সুতি-1 নম্বর ব্লকের বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক লরিটির উপর চড়াও হলেও পলাতক চালক ও খালাসি ৷ প্রায় দেড় ঘণ্টা অচল থাকে 34 নম্বর জাতীয় সড়ক ৷ সামশেরগঞ্জের বিডিও এইচএম রিয়াজুল হক, পুলিশি তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন: আবর্জনার স্তূপে প্যাকেটবন্দি সদ্যোজাতের দেহ, খুবলে খেল কাক !

স্থানীয় সূত্রে খবর, সুতি থানার সরলা কিশোরপুর গ্রামের বাসিন্দা দীপিকা, বাণী, আরতি ৷ একই স্কুলে তিন বন্ধু স্কুলে গিয়েছিল সবুজ সাথীর সাইকেল আনতে ৷ বাড়ির ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবল পড়ে তারা ৷ সন্তানকে হারিয়ে শোকে পাথর দীপিকা ও বণীর পরিবার ৷

সুতি, 17 মার্চ: স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল (sabooj sathi cycle) নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত দুই স্কুল ছাত্রী (Student Died On Road Accident)। গুরুতর জখম আরও এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । মৃত দুই ছাত্রীর নাম দীপিকা মণ্ডল (15) ও বাণী মণ্ডল (16)। শুক্রবার ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায়। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সুতি থানার সরলা কিশোরপুর গ্রামে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহিরণ সচীদানান্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণি উত্তীর্ণ হয়ে দশম শ্রেণিতে ভর্তি হয়েছিল ওই তিন ছাত্রী (School Students)। এদিন স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল তারা। সেই সময় মালদহগামী একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে ওই তিন ছাত্রীকে (car accident in suti)। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

অপর আর এক ছাত্রী আরতি মণ্ডলকে গুরুতর অবস্থায় জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয় ৷ পরে তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ ঘটনার কথা জানতে পের তড়িঘড়ি এলাকায় পৌঁছন সুতি-1 নম্বর ব্লকের বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক লরিটির উপর চড়াও হলেও পলাতক চালক ও খালাসি ৷ প্রায় দেড় ঘণ্টা অচল থাকে 34 নম্বর জাতীয় সড়ক ৷ সামশেরগঞ্জের বিডিও এইচএম রিয়াজুল হক, পুলিশি তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন: আবর্জনার স্তূপে প্যাকেটবন্দি সদ্যোজাতের দেহ, খুবলে খেল কাক !

স্থানীয় সূত্রে খবর, সুতি থানার সরলা কিশোরপুর গ্রামের বাসিন্দা দীপিকা, বাণী, আরতি ৷ একই স্কুলে তিন বন্ধু স্কুলে গিয়েছিল সবুজ সাথীর সাইকেল আনতে ৷ বাড়ির ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবল পড়ে তারা ৷ সন্তানকে হারিয়ে শোকে পাথর দীপিকা ও বণীর পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.