লালবাগ, 3 জুলাই: প্রায় 30 ঘণ্টা পর অবশেষে মুর্শিদাবাদে স্কুলে আটকে পড়া ছাত্রীকে উদ্ধার করল পুলিশ(student rescued from school after 30 hours in Murshidabad)। শনিবার দুপুরে ছুটির পর থেকে স্কুলে আটকে ছিল ওই ছাত্রী । রবিবার সন্ধ্যায় স্কুলের পাশের বাড়িতে কাজ করার সময় রাজমিস্ত্রীরা ওই ছাত্রীর আটকে পড়ার ঘটনা লক্ষ্য করে । এরপরই পুলিশে খবর দিলে দ্রুত ওই ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে লালবাগ মহারাজা মনীন্দ্র চন্দ্র গার্লস স্কুলে । একাদশ শ্রেণির ওই ছাত্রীর নাম অপর্ণা দাস । তার বাড়ি মুর্শিদাবাদ থানার সিনেমাহল পাড়ায় ।
শনিবার ছুটির পরে স্কুল বন্ধ করে চলে গেলেও একাদশ শ্রেণির ওই ছাত্রী স্কুলে থেকে যায় । রবিবার স্কুল সংলগ্ন একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রী কাজ করার সময় একজন বুঝতে পারে স্কুলের ঘরের মধ্যে কেউ আটকে রয়েছে । ওই বাড়ির মালিককে বিষয়টি জানালে দ্রুত এলাকায় খবর ছড়িয়ে পড়ে । স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
আরও পড়ুন : স্কুল ছুটিতে মোবাইলে আসক্তি ! ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী
কিন্তু স্কুল ছুটির পরেও একজন ছাত্রী কীভাবে স্কুলে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অজন্তা ঘোষ হাসপাতালে যান । তিনি ছাত্রীকে খাইয়েও দেন । প্রায় দু'দিন কিছু না খাওয়ায় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে সে ৷
ওই ছাত্রীর এক আত্মীয় বলেন, শনিবার স্কুল ছুটির পরে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাতেও হদিশ পাওয়া যায়নি । রবিবার সকাল থেকেও আত্মীয়দের বাড়িতেও খোঁজ নেওয়া হয় । এরপর স্থানীয় থানা থেকে খবর পেয়েই চলে আসি আমরা ৷
আরও পড়ুন : শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ