ETV Bharat / state

Murder in Samserganj: বাড়ি বিক্রি নিয়ে বচসা ! বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাবা আব্দুস সাত্তার বাড়ি বিক্রি করে দিয়েছিলেন ৷ সেই টাকা ছেলেদের মধ্যে ভাগবাঁটোয়ারাও করে দেন তিনি ৷ কিন্তু এতে সন্তুষ্ট ছিলেন না এক ছেলে ৷ বৃহস্পতিবার সকালে বাবাকে হাঁসুয়া দিয়ে খুনের অভিযোগ উঠল এক ছেলের বিরুদ্ধে (Son allegedly attacks father with sharp weapon) ৷

Samserganj Son murders Father
সামশেরগঞ্জে কুপিয়ে খুন
author img

By

Published : Feb 16, 2023, 3:56 PM IST

সামশেরগঞ্জে বচসা থেকে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

সামশেরগঞ্জ, 16 ফেব্রুয়ারি: বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার সুলিতলা গ্রামে ৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আব্দুস সাত্তার (54) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷

আব্দুস সাত্তারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ইতিমধ্যে অভিযুক্ত ছেলে মোশাররফ হোসেনকেও গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ এই ঘটনায় জখম হয়েছেন দুই মহিলা-সহ 3 জন ৷ তাঁদের সবাইকে অনুপনগর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিজেদের বসত বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দেন আব্দুস সাত্তার নামের ওই প্রৌঢ় ৷ বিক্রি করে প্রাপ্ত অর্থ তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগও করে দেন তিনি ৷ কিন্তু বাবার বাড়ি বিক্রির সিদ্ধান্ত ও টাকা বণ্টনের বিষয়টি মানতে পারেননি ছেলে মোশাররফ হোসেন ৷

আরও পড়ুন: ভাসুরকে কাটারির কোপ মেরে থানায় আত্মসমর্পণ বধূর

এই বাড়ি বিক্রি ও টাকা ভাগ করা নিয়ে মাঝেমধ্যে বাবা-ছেলের মধ্যে ঝামেলা হত ৷ বৃহস্পতিবার সকালে ফের একবার বাবা ছেলে গণ্ডগোলের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ ক্রমেই দু'জনের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছয় ৷ মৃতের ছোট ছেলে জানিয়েছেন, এদিন যাঁরা বাড়ি কিনেছেন, তাঁরা ওই বাড়িটি খালি করে দিতে বলেন ৷ সেই সূত্রপাত ৷ ঝামেলার এক পর্যায়ে বাবাকে হাঁসুয়া নিয়ে পেটে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলে মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৷ তিনি বাবাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন বলেই জানা গিয়েছে ৷

রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি আব্দুস সাত্তারকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঝামেলায় জখম হন একই পরিবারের আরও তিন সদস্য ৷ বৃহস্পতিবার সাতসকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা ৷

সামশেরগঞ্জে বচসা থেকে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

সামশেরগঞ্জ, 16 ফেব্রুয়ারি: বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার সুলিতলা গ্রামে ৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আব্দুস সাত্তার (54) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷

আব্দুস সাত্তারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ইতিমধ্যে অভিযুক্ত ছেলে মোশাররফ হোসেনকেও গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ এই ঘটনায় জখম হয়েছেন দুই মহিলা-সহ 3 জন ৷ তাঁদের সবাইকে অনুপনগর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিজেদের বসত বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দেন আব্দুস সাত্তার নামের ওই প্রৌঢ় ৷ বিক্রি করে প্রাপ্ত অর্থ তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগও করে দেন তিনি ৷ কিন্তু বাবার বাড়ি বিক্রির সিদ্ধান্ত ও টাকা বণ্টনের বিষয়টি মানতে পারেননি ছেলে মোশাররফ হোসেন ৷

আরও পড়ুন: ভাসুরকে কাটারির কোপ মেরে থানায় আত্মসমর্পণ বধূর

এই বাড়ি বিক্রি ও টাকা ভাগ করা নিয়ে মাঝেমধ্যে বাবা-ছেলের মধ্যে ঝামেলা হত ৷ বৃহস্পতিবার সকালে ফের একবার বাবা ছেলে গণ্ডগোলের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ ক্রমেই দু'জনের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছয় ৷ মৃতের ছোট ছেলে জানিয়েছেন, এদিন যাঁরা বাড়ি কিনেছেন, তাঁরা ওই বাড়িটি খালি করে দিতে বলেন ৷ সেই সূত্রপাত ৷ ঝামেলার এক পর্যায়ে বাবাকে হাঁসুয়া নিয়ে পেটে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলে মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৷ তিনি বাবাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন বলেই জানা গিয়েছে ৷

রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি আব্দুস সাত্তারকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঝামেলায় জখম হন একই পরিবারের আরও তিন সদস্য ৷ বৃহস্পতিবার সাতসকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.