ETV Bharat / state

ডোমকলে খুন 3 তৃণমূল কর্মী - tmc

ডোমকলে খুন তিন তৃণমূল কর্মী । জখম এক । গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ার ঘটনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 15, 2019, 9:19 AM IST

Updated : Jun 15, 2019, 11:14 AM IST

ডোমকল, 15 জুন : ডোমকলে খুন তিন তৃণমূল কর্মী । জখম এক । গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ার ঘটনা । মৃতদের নাম সোহেল রানা, রইদুল শেখ, খাইরুদ্দিন শেখ । অভিযোগের তির কংগ্রেস ও CPI(M)-এর দিকে ।

আজ সকালে গুলিবিদ্ধ হয়ে খুন হন এই তিন তৃণমূল কর্মী । ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চলছে ব্যাপক বোমাবাজি । এখনও সেখানে ঢুকতে পারেনি পুলিশ ।

ডোমকল, 15 জুন : ডোমকলে খুন তিন তৃণমূল কর্মী । জখম এক । গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ার ঘটনা । মৃতদের নাম সোহেল রানা, রইদুল শেখ, খাইরুদ্দিন শেখ । অভিযোগের তির কংগ্রেস ও CPI(M)-এর দিকে ।

আজ সকালে গুলিবিদ্ধ হয়ে খুন হন এই তিন তৃণমূল কর্মী । ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চলছে ব্যাপক বোমাবাজি । এখনও সেখানে ঢুকতে পারেনি পুলিশ ।

Intro:কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ


Body:কিন্তু বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি


Conclusion:কেন্দ্র বাহিনী
Last Updated : Jun 15, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.