ETV Bharat / state

Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে - Shrihan Samanta Register His Name in India Book of Records

শ্রীহান সামন্ত ৷ মাত্র 5 বছর বয়সে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গানের সুর হারমোনিকায় তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এই খুদে ৷ এক টানা 15 মিনিট ধরে বাংলা ও হিন্দি গানের সুর হারমোনিকায় পরিবেশন করে মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা শ্রীহান ৷

Shrihan Samanta Register His Name in India Book of Records as Youngest Harmonica Artist
Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে
author img

By

Published : Aug 29, 2021, 2:32 PM IST

Updated : Aug 29, 2021, 5:07 PM IST

লালবাগ (মুর্শিদাবাদ), 29 অগস্ট : মাত্র পাঁচ বছর বয়সেই হারমোনিকা তথা মাউথ অর্গানের সুরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের বিবেকানন্দ পল্লির ছোট্ট শ্রীহান সামন্ত ৷ বাংলা ও হিন্দি সব ধরনের গানের সুর একটানা 15 মিনিট হারমোনিকায় পরিবেশন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে এই শিশু ৷ শ্রীহানের পৈত্রিক বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ কিন্তু, তার বাবা মা কর্মসূত্রে থাকেন মুর্শিদাবাদের লালবাগে । তাই জন্ম থেকেই শ্রীহানও বড়ো হচ্ছে মুর্শিদাবাদেই ।

আরও পড়ুন : Harmonica artist : সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের

শ্রীহানের সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল দশ মাস আগে তার মা-বাবার হাত ধরেই । শ্রীহানের বাবা মিহির সামন্ত পেশায় স্কুল শিক্ষক হলেও একজন সঙ্গীত শিল্পীও ৷ তাঁর তবলা, গিটার ও হারমোনিকার চর্চা শ্রীহানের সঙ্গীতের প্রতি আকর্ষণ বাড়িয়ে ছিল । দু’টি সর্বভারতীয় হারমোনিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দু’টিতেই সফলতা পেয়েছে সে । বিচারকমণ্ডলীর মন জয় করে পুরষ্কার হিসেবে দু’টি মাউথ অর্গান ও কনিষ্ঠতম প্রতিভার খেতাব জিতেছিল এই খুদে ৷ তার পরেই শ্রীহানের বাবা স্থির করেন ছেলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাবেন ৷

আরও পড়ুন : india book of records :লক্ষাধিক ডট দিয়ে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা

গত 6 জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে আবেদন করেন মিহিরবাবু । এর পর 23 জুলাই পর্যন্ত চলে শ্রীহানের পারদর্শিতার পরীক্ষা ও যাচাইপর্ব ৷ মাত্র পাঁচ বছর বয়সে সুর ও তাল বজায় রেখে নোটেশন না দেখে মিউজিক ট্রাকের সঙ্গে একটানা পনেরোটি গান হারমোনিকাতে বাজায় সে ৷ তাঁর এই অসাধারণ দক্ষতা ও লাইভ স্টেজ পারফর্ম করার সাবলীলতা শ্রীহানের রেকর্ড হোল্ডার হবার পথ সুগম করে দেয় ৷ 23 অগস্ট কুরিয়ার মারফত শ্রীহানের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছে যায় রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল ৷

হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

আরও পড়ুন : ইন্ডিয়া বুক অব রেকর্ডসে গোপীবল্লভপুরের খুদে অগ্নিভ

এর আগে মাউথ অর্গানে জাতীয় গান বন্দেমাতরমের সুর তুলে সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলে শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল ৷ গত 18 অগস্ট তার কাছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সংশাপত্র এবং মেডেল পৌঁছায় ৷ এবার একটানা হারমোনিকায় সুর তোলার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল শ্রীহান সামন্ত ৷ গানবাজনা ছাড়াও শ্রীহান ছবি আঁকাতেও পারদর্শী ৷ তার মা সোমা সামন্ত ছেলেকে পরবর্তীতে এশিয়া ও ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হিসেবে দেখতে চান ৷

লালবাগ (মুর্শিদাবাদ), 29 অগস্ট : মাত্র পাঁচ বছর বয়সেই হারমোনিকা তথা মাউথ অর্গানের সুরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের বিবেকানন্দ পল্লির ছোট্ট শ্রীহান সামন্ত ৷ বাংলা ও হিন্দি সব ধরনের গানের সুর একটানা 15 মিনিট হারমোনিকায় পরিবেশন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে এই শিশু ৷ শ্রীহানের পৈত্রিক বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ কিন্তু, তার বাবা মা কর্মসূত্রে থাকেন মুর্শিদাবাদের লালবাগে । তাই জন্ম থেকেই শ্রীহানও বড়ো হচ্ছে মুর্শিদাবাদেই ।

আরও পড়ুন : Harmonica artist : সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের

শ্রীহানের সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল দশ মাস আগে তার মা-বাবার হাত ধরেই । শ্রীহানের বাবা মিহির সামন্ত পেশায় স্কুল শিক্ষক হলেও একজন সঙ্গীত শিল্পীও ৷ তাঁর তবলা, গিটার ও হারমোনিকার চর্চা শ্রীহানের সঙ্গীতের প্রতি আকর্ষণ বাড়িয়ে ছিল । দু’টি সর্বভারতীয় হারমোনিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দু’টিতেই সফলতা পেয়েছে সে । বিচারকমণ্ডলীর মন জয় করে পুরষ্কার হিসেবে দু’টি মাউথ অর্গান ও কনিষ্ঠতম প্রতিভার খেতাব জিতেছিল এই খুদে ৷ তার পরেই শ্রীহানের বাবা স্থির করেন ছেলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাবেন ৷

আরও পড়ুন : india book of records :লক্ষাধিক ডট দিয়ে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা

গত 6 জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে আবেদন করেন মিহিরবাবু । এর পর 23 জুলাই পর্যন্ত চলে শ্রীহানের পারদর্শিতার পরীক্ষা ও যাচাইপর্ব ৷ মাত্র পাঁচ বছর বয়সে সুর ও তাল বজায় রেখে নোটেশন না দেখে মিউজিক ট্রাকের সঙ্গে একটানা পনেরোটি গান হারমোনিকাতে বাজায় সে ৷ তাঁর এই অসাধারণ দক্ষতা ও লাইভ স্টেজ পারফর্ম করার সাবলীলতা শ্রীহানের রেকর্ড হোল্ডার হবার পথ সুগম করে দেয় ৷ 23 অগস্ট কুরিয়ার মারফত শ্রীহানের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছে যায় রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল ৷

হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

আরও পড়ুন : ইন্ডিয়া বুক অব রেকর্ডসে গোপীবল্লভপুরের খুদে অগ্নিভ

এর আগে মাউথ অর্গানে জাতীয় গান বন্দেমাতরমের সুর তুলে সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলে শান্তিপুরের সৌম্যজিৎ মণ্ডল ৷ গত 18 অগস্ট তার কাছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সংশাপত্র এবং মেডেল পৌঁছায় ৷ এবার একটানা হারমোনিকায় সুর তোলার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ হারমোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল শ্রীহান সামন্ত ৷ গানবাজনা ছাড়াও শ্রীহান ছবি আঁকাতেও পারদর্শী ৷ তার মা সোমা সামন্ত ছেলেকে পরবর্তীতে এশিয়া ও ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হিসেবে দেখতে চান ৷

Last Updated : Aug 29, 2021, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.