বহরমপুর, 30 মে : মহারাষ্ট্র থেকে 900 জন যাত্রী নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন । আজ বিকেলে ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশনে এসে দাঁড়ায় । যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে তাঁদের ট্রেন থেকে নামিয়ে বহরমপুর স্টেডিয়ামে আনা হয় । সেখানে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । প্রত্যেককে প্রশাসনের পক্ষ থেকে খাবারের প্যাকেট দিয়ে বাসে চাপিয়ে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে ।
তবে মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিক জেলায় ঢোকায় কোরোনা আতঙ্ক বেড়েছে দ্বিগুণ । সরকারি তথ্য অনুয়ায়ী, মহারাষ্ট্র থেকে আসা 85 শতাংশ শ্রমিক কোরোনা আক্রান্ত । অন্যদিকে, জেলায় আক্রান্তের সংখ্যা 80 ছাড়িয়েছে । আজ ফের মহারাষ্ট্র থেকে শ্রমিক স্পেশাল ট্রেন বহরমপুরে ঢুকতেই প্রশাসনসহ সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে । তাঁদের প্রাথমিক পরীক্ষা করা হলেও মহারাষ্ট্র থেকে আসা 900 জনের মধ্যে কতজন আক্রান্ত তার পরিসংখ্যান জেলা প্রশাসনের কাছে নেই । মহারাষ্ট্র ফেরতদের মধ্যে আক্রান্তের হারের নিরিখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ।
পাশাপাশি, জেলায় আসা পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারি কোয়ারানটিন ব্যবস্থা না থাকায় প্রশাসনের দিকে আঙুল উঠতে শুরু করেছে । যদিও সকলকে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের বাড়িতে ৷