জলঙ্গি, 16 জুলাই : পুলিশের সঙ্গে CPI(M) কর্মীদের খণ্ডযুদ্ধ ৷ রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জলঙ্গি ৷ অভিযোগ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি ৷ ইটের আঘাতে গুরুতর জখম ডোমকলের SDPO সহ কয়েকজন পুলিশকর্মী ৷
BDO অফিসে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে CPI(M) কর্মী-সমর্থকদের । পুলিশকে লক্ষ্য করে শুরু ইট ছোড়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে । বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন । উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । কয়েকজন CPI(M) কর্মী-সমর্থক জখম বলেও দাবি করা হয়েছে ।
বৃহস্পতিবার আমফান দুর্নীতি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় স্থানীয় CPI(M) -এর লোকাল এরিয়া কমিটি । কিন্তু পুলিশ তাদের বিডিও অফিস চত্ত্বরে ঢুকতে বাধা দেয় । এরপরই CPI(M) কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । এরপর পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে পুলিশ লাঠি চার্জ শুরু করে । CPI(M) কর্মী-সমর্থকরা পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় । রক্তাক্ত হয় কয়েকজন পুলিশকর্মী । কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।