ETV Bharat / state

সামশেরগঞ্জে গঙ্গায় ভাঙনের জের, তলিয়ে গেল একাধিক বাড়ি - গঙ্গার পাড়ে ভাঙন

এলাকাজুড়ে দেখা দিয়েছে ভাঙন । রাত থেকেই আসবাবপত্র, ঘরের যাবতীয় জিনিস সরাতে শুরু করেছেন বাসিন্দারা । ইতিমধ্যেই তলিয়ে গেছে একাধিক বাড়ি ৷

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
author img

By

Published : Aug 20, 2020, 3:36 PM IST

Updated : Aug 20, 2020, 3:43 PM IST

সামশেরগঞ্জ, 20 অগাস্ট : ক্রমাগত বৃষ্টির জেরে পাড় ভেঙে গঙ্গায় তলিয়ে গেল একাধিক বাড়ি ৷ গতকাল মাঝরাত থেকে সামশেরগঞ্জ থানার ধানঘড়া এলাকায় গঙ্গার পাড়ে ভাঙন শুরু হয় । সকাল হতে না হতেই গঙ্গাগর্ভে তলিয়ে যায় দশটি বাড়ি ৷ জলমগ্ন প্রায় 50 বিঘা চাষের জমি। ভাঙনের জেরে জলমগ্ন একাধিক এলাকা ৷

বুধবার রাত থেকে সামশেরঞ্জের ধানঘড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দেয় ভাঙন। রাত থেকেই আসবাবপত্র, ঘরের যাবতীয় জিনিস সরাতে শুরু করেছেন বাসিন্দারা। ইতিমধ্যেই তলিয়ে গেছে একাধিক বাড়ি ৷ আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে ।

চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের

এই পরিস্থিতিতে এলাকার আম বাগানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে গৃহহীন একাধিক পরিবার ৷ অথচ এই পরিস্থিতিতে সকাল থেকে প্রশাসনের কোনও আধিকারিক এলাকা পরিদর্শনে যাননি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ৷ যার জেরে ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে ।

সামশেরগঞ্জ, 20 অগাস্ট : ক্রমাগত বৃষ্টির জেরে পাড় ভেঙে গঙ্গায় তলিয়ে গেল একাধিক বাড়ি ৷ গতকাল মাঝরাত থেকে সামশেরগঞ্জ থানার ধানঘড়া এলাকায় গঙ্গার পাড়ে ভাঙন শুরু হয় । সকাল হতে না হতেই গঙ্গাগর্ভে তলিয়ে যায় দশটি বাড়ি ৷ জলমগ্ন প্রায় 50 বিঘা চাষের জমি। ভাঙনের জেরে জলমগ্ন একাধিক এলাকা ৷

বুধবার রাত থেকে সামশেরঞ্জের ধানঘড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দেয় ভাঙন। রাত থেকেই আসবাবপত্র, ঘরের যাবতীয় জিনিস সরাতে শুরু করেছেন বাসিন্দারা। ইতিমধ্যেই তলিয়ে গেছে একাধিক বাড়ি ৷ আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে ।

চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের

এই পরিস্থিতিতে এলাকার আম বাগানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে গৃহহীন একাধিক পরিবার ৷ অথচ এই পরিস্থিতিতে সকাল থেকে প্রশাসনের কোনও আধিকারিক এলাকা পরিদর্শনে যাননি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ৷ যার জেরে ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে ।

Last Updated : Aug 20, 2020, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.