ETV Bharat / state

Omicron in Bengal: বঙ্গেও ওমিক্রনের হানা, আক্রান্ত আবুধাবি ফেরত সাত বছরের বালক - seven years old boy from Murshidabad contracted to Omicron

মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে (seven years old boy from Murshidabad contracted to Omicron) ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক বঙ্গে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷

Omicron in Bengal
ওমিক্রন এল বঙ্গে ! প্রথম শিকার সাত বছরের বালক
author img

By

Published : Dec 15, 2021, 4:26 PM IST

ফরাক্কা ও মালদা, 15 ডিসেম্বর : করোনার নয়া প্রজাতি ওমিক্রন এবার গুটি-গুটি পায়ে হানা দিল বঙ্গেও (Omicron case detect in West Bengal) ৷ মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে (seven years old boy from Murshidabad contracted to Omicron) ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক বঙ্গে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সন্দীপ সান্যাল বলেন, ‘‘ওই বালকের বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রামে হলেও বর্তমানে সে মালদার কালিয়াচকের মামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে ৷’’ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, বালকটি তার বাবা-মায়ের সঙ্গে বর্তমানে মালদায় থাকলে সেক্ষেত্রে মালদার স্বাস্থ্য দফতর যা যা করণীয় করবে ৷তবে শিশুটি যদি মুর্শিদাবাদে থাকে, সেক্ষেত্রে নিয়ম মেনে এলাকায় কন্টেনমেন্ট জোন করা হবে বলে আশ্বাস দেন সন্দীপবাবু ৷

তবে শিশুটির লোকেশন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেই জানান তিনি ৷ গত 11 ডিসেম্বর আবু ধাবি থেকে ওই শিশু বাবা-মায়ের সঙ্গে ভারতে পৌঁছয় বলে জানিয়েছে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর ৷ এরপর হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ৷ তবে শিশুটি যে ওমিক্রন আক্রান্ত তা হায়দরাবাদে তার করোনা পরীক্ষার রিপোর্টেই জানা যায় ৷

আরও পড়ুন : Omicron scare in Bengal: ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে চিন্তায় স্বাস্থ্যভবন

এরপর তেলেঙ্গানা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানায় ৷ আপাতত ওই শিশুর বাবা-মায়ের সঙ্গে যোগোযোগ করা সম্ভব না হওয়ায় লোকেশনের বিষয়ে স্পষ্ট হওয়া যাচ্ছে না ৷ যদিও মালদা জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল ফোনে ইটিভি ভারতকে উদ্বেগ কমিয়ে জানিয়েছেন, দু'দিন আগে বালকটির ফের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আমরা ফের তার লালারসের নমুনা পরীক্ষা করব।

ফরাক্কা ও মালদা, 15 ডিসেম্বর : করোনার নয়া প্রজাতি ওমিক্রন এবার গুটি-গুটি পায়ে হানা দিল বঙ্গেও (Omicron case detect in West Bengal) ৷ মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে (seven years old boy from Murshidabad contracted to Omicron) ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক বঙ্গে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সন্দীপ সান্যাল বলেন, ‘‘ওই বালকের বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রামে হলেও বর্তমানে সে মালদার কালিয়াচকের মামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে ৷’’ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, বালকটি তার বাবা-মায়ের সঙ্গে বর্তমানে মালদায় থাকলে সেক্ষেত্রে মালদার স্বাস্থ্য দফতর যা যা করণীয় করবে ৷তবে শিশুটি যদি মুর্শিদাবাদে থাকে, সেক্ষেত্রে নিয়ম মেনে এলাকায় কন্টেনমেন্ট জোন করা হবে বলে আশ্বাস দেন সন্দীপবাবু ৷

তবে শিশুটির লোকেশন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেই জানান তিনি ৷ গত 11 ডিসেম্বর আবু ধাবি থেকে ওই শিশু বাবা-মায়ের সঙ্গে ভারতে পৌঁছয় বলে জানিয়েছে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর ৷ এরপর হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ৷ তবে শিশুটি যে ওমিক্রন আক্রান্ত তা হায়দরাবাদে তার করোনা পরীক্ষার রিপোর্টেই জানা যায় ৷

আরও পড়ুন : Omicron scare in Bengal: ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে চিন্তায় স্বাস্থ্যভবন

এরপর তেলেঙ্গানা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানায় ৷ আপাতত ওই শিশুর বাবা-মায়ের সঙ্গে যোগোযোগ করা সম্ভব না হওয়ায় লোকেশনের বিষয়ে স্পষ্ট হওয়া যাচ্ছে না ৷ যদিও মালদা জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল ফোনে ইটিভি ভারতকে উদ্বেগ কমিয়ে জানিয়েছেন, দু'দিন আগে বালকটির ফের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আমরা ফের তার লালারসের নমুনা পরীক্ষা করব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.