বহরমপুর, 13 জুলাই : বাস ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ । গুরুতর আহত হয়েছেন মারুতির চালক সহ সাতজন । আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের অবস্থা আশঙ্কাজনক ।
আজ ইসলামপুর থেকে একটি বাস বহরমপুর আসছিল । সেই সময় উলটো দিক থেকে একটি মারুতি ডোমকল যাচ্ছিল । বানজেটিয়া সংলগ্ন রাজ্য সড়কের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । মারুতিতে ধাক্কা মারে । তখন ওই পথ দিয়েই যাচ্ছিল একটি মোটরবাইক । মারুতিটি ধাক্কা মারে বাইকে । দুর্ঘটনায় মারুতিটি দুমড়ে মুচড়ে যায় । পাশাপাশি আহত হন বাইক আরোহী । পরে স্থানীয় বাসিন্দারা মারুতির দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে ।
দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা বাস চালককে মারধর করে । পাশাপাশি ভাঙচুর চালায় বাসে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।