ETV Bharat / state

Copper Coin India Map : তামার এক পয়সা দিয়ে ভারতের ম্যাপ সামশেরগঞ্জের অমরজিতের - Copper Coin India Map

তামার এক পয়সা দিয়ে তৈরি ভারতের ম্যাপ ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মণ্ডল 77টি এক পয়সার কয়েন ব্যবহার করে ভারতের 480 বর্গসেমি ম্যাপ তৈরি করে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেলেন (Samserganj school teacher made India map by copper coins) ৷ পেশায় স্কুল শিক্ষক তিনি ।

Samserganj News
তামার এক পয়সা দিয়ে তৈরি ভারতীয় ম্যাপ, সামসেরগঞ্জের অমরজিতের
author img

By

Published : May 10, 2022, 5:08 PM IST

সামশেরগঞ্জ, 10 মে : 77টি এক পয়সার কয়েন দিয়ে ভারতের 480 বর্গসেমি ম্যাপ তৈরি করেছেন সামশেরগঞ্জের স্কুল শিক্ষক ৷ জায়গা পেয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (Samserganj school teacher made India map by copper coins) ৷ নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মণ্ডলের বন্ধু-বান্ধব, পরিবারের সকলে । বর্তমানে তিনি শাহাজাদপুর হাইস্কুলে কর্মরত ৷

দীর্ঘদিন ধরেই তাঁর মুদ্রা সংগ্রহের শখ । দেশি-বিদেশি বহু প্রাচীন মুদ্রা তাঁর সংগ্রহশালায় রয়েছে । ঠিক করেছিলেন পুরাতন মুদ্রা দিয়েই কিছু করার । দু'বার ব্যর্থ হলেও তৃতীয়বারের প্রচেষ্টা ব্যর্থ হয়নি । 77টি এক পয়সার তামার কয়েন দিয়ে তৈরি করে ফেললেন একটি ভারতীয় ম্যাপ । ম্যাপের উচ্চতা 24 সেমি এবং প্রস্থে 20 সেমি ।

তামার এক পয়সার কয়েন দিয়ে দেশের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছেন অমরজিৎ

গত 20 এপ্রিল নিজের তৈরি ভারতীয় ম্যাপ পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ৷ সোমবার ইমেলে রেকর্ডসে জায়গা প্রাপ্তির খবর আসে । বিগত দশ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সার কয়েন দিয়ে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ তৈরিতে ব্যবহার করেছেন পিচবোর্ড ও আঠা । তারপরই সেটি পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে ৷

আরও পড়ুন : ভারতীয় মুদ্রার মূল্যে সর্বকালীন পতন, ডলার পিছু দাম পৌঁছলো 77.50 টাকায়

22 এপ্রিল 2022 ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত হয় রেকর্ডসের তালিকা । সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে' নাম তুলতে সক্ষম হন অমরজিৎ মণ্ডল । নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে ।

সামশেরগঞ্জ, 10 মে : 77টি এক পয়সার কয়েন দিয়ে ভারতের 480 বর্গসেমি ম্যাপ তৈরি করেছেন সামশেরগঞ্জের স্কুল শিক্ষক ৷ জায়গা পেয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (Samserganj school teacher made India map by copper coins) ৷ নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মণ্ডলের বন্ধু-বান্ধব, পরিবারের সকলে । বর্তমানে তিনি শাহাজাদপুর হাইস্কুলে কর্মরত ৷

দীর্ঘদিন ধরেই তাঁর মুদ্রা সংগ্রহের শখ । দেশি-বিদেশি বহু প্রাচীন মুদ্রা তাঁর সংগ্রহশালায় রয়েছে । ঠিক করেছিলেন পুরাতন মুদ্রা দিয়েই কিছু করার । দু'বার ব্যর্থ হলেও তৃতীয়বারের প্রচেষ্টা ব্যর্থ হয়নি । 77টি এক পয়সার তামার কয়েন দিয়ে তৈরি করে ফেললেন একটি ভারতীয় ম্যাপ । ম্যাপের উচ্চতা 24 সেমি এবং প্রস্থে 20 সেমি ।

তামার এক পয়সার কয়েন দিয়ে দেশের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছেন অমরজিৎ

গত 20 এপ্রিল নিজের তৈরি ভারতীয় ম্যাপ পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ৷ সোমবার ইমেলে রেকর্ডসে জায়গা প্রাপ্তির খবর আসে । বিগত দশ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সার কয়েন দিয়ে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ তৈরিতে ব্যবহার করেছেন পিচবোর্ড ও আঠা । তারপরই সেটি পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে ৷

আরও পড়ুন : ভারতীয় মুদ্রার মূল্যে সর্বকালীন পতন, ডলার পিছু দাম পৌঁছলো 77.50 টাকায়

22 এপ্রিল 2022 ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত হয় রেকর্ডসের তালিকা । সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে' নাম তুলতে সক্ষম হন অমরজিৎ মণ্ডল । নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.