সামশেরগঞ্জ, 10 মে : 77টি এক পয়সার কয়েন দিয়ে ভারতের 480 বর্গসেমি ম্যাপ তৈরি করেছেন সামশেরগঞ্জের স্কুল শিক্ষক ৷ জায়গা পেয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (Samserganj school teacher made India map by copper coins) ৷ নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মণ্ডলের বন্ধু-বান্ধব, পরিবারের সকলে । বর্তমানে তিনি শাহাজাদপুর হাইস্কুলে কর্মরত ৷
দীর্ঘদিন ধরেই তাঁর মুদ্রা সংগ্রহের শখ । দেশি-বিদেশি বহু প্রাচীন মুদ্রা তাঁর সংগ্রহশালায় রয়েছে । ঠিক করেছিলেন পুরাতন মুদ্রা দিয়েই কিছু করার । দু'বার ব্যর্থ হলেও তৃতীয়বারের প্রচেষ্টা ব্যর্থ হয়নি । 77টি এক পয়সার তামার কয়েন দিয়ে তৈরি করে ফেললেন একটি ভারতীয় ম্যাপ । ম্যাপের উচ্চতা 24 সেমি এবং প্রস্থে 20 সেমি ।
গত 20 এপ্রিল নিজের তৈরি ভারতীয় ম্যাপ পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ৷ সোমবার ইমেলে রেকর্ডসে জায়গা প্রাপ্তির খবর আসে । বিগত দশ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সার কয়েন দিয়ে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ তৈরিতে ব্যবহার করেছেন পিচবোর্ড ও আঠা । তারপরই সেটি পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে ৷
আরও পড়ুন : ভারতীয় মুদ্রার মূল্যে সর্বকালীন পতন, ডলার পিছু দাম পৌঁছলো 77.50 টাকায়
22 এপ্রিল 2022 ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত হয় রেকর্ডসের তালিকা । সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে' নাম তুলতে সক্ষম হন অমরজিৎ মণ্ডল । নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে ।