সামশেরগঞ্জ, 21 ডিসেম্বর: আইটি টিমের ম্যারাথন তল্লাশির জেরে অসুস্থ হয়ে পড়লেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস । বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি । হঠাৎ তাঁর রক্তচাপ ও ব্লাড সুগার বেড়ে যায় ৷ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁরই নার্সিংহোমে । আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ।
বুধবার সকালে আচমকা বিধায়কের সামশেরগঞ্জের বাড়ির সামনে দাঁড়ায় আয়কর দফতরের একাধিক গাড়ি । সকাল সাতটা থেকে শুরু হয় তল্লাশি অভিযান । বিধায়কের একধিক ব্যবসায়িক সংস্থা, স্কুল, হাসপাতাল-সহ আট জায়গায় হানা দেয় আয়কর দফতর । দিনভর টানটান উত্তেজনায় চলে তল্লাশি । জিজ্ঞাসাবাদ করা হয় সংস্থার কর্মচারী ও পরিবারের সদস্যদের । আয়কর দফতরের টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় বিধায়কের বাবা বাবর আলি বিশ্বাসকে । যদিও তিনি আয়কর দফতরের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন বলেই জানা গিয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয় বাইরন বিশ্বাসকেও । পরিবার সূত্রে খবর, তারপর থেকে ক্রমে অসুস্থ হতে শুরু করেন সাগরদিঘির বিধায়ক ।
চিকিৎসকদের দাবি, স্নায়ুর চাপের কারণে তাঁর ব্লাড প্রেসার ও ব্লাড সুগার বাড়তে শুরু করে । বুধবার রাত দুটো পর্যন্ত তাঁর বাড়িতে চলে তল্লাশি অভিযান । বাজেয়াপ্ত করা হয়েছে 70 লাখ টাকা-সহ সোনা ও প্রচুর নথি । বাজেয়াপ্ত সামগ্রী নিয়ে বৃহস্পতিবার সকালেই কলকাতা রওনা দেয় আয়কর দফতরের টিম । এরপরই বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন বলে খবর আসে । আইটি টিম রওনা দেওয়ার কিছুক্ষণ পর উপরতলা থেকে নেমে আসেন বাইরন ।
গাড়িতে উঠে সরাসরি নিজের নার্সিংহোমে যান তিনি । পরীক্ষা-নীরিক্ষা করার পর চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন । এরপর বাড়িতে ফিরিয়ে আনা হয় বাইরনকে । পরিবার ও চিকিৎসকদের দাবি, অতিরিক্ত চিন্তা ও স্নায়ুর চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক । প্রেসার ও ব্লাগ সুগারে দীর্ঘদিন থেকেই আক্রান্ত বাইরন বিশ্বাস । চিকিৎসাও চলছিল । এরই মধ্যে গতকাল দিনভর ম্যারাথন আইটি অভিযানে তাঁর রক্তচাপ ও ব্লাড সুগার বাড়ে ৷
আরও পড়ুন: