ETV Bharat / state

মুর্শিদাবাদে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার 3 - বহরমপুর

বহরমপুরের খাগড়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে এক পাচারকারীকে 490 গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় ৷ অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে 600 গ্রাম হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ ।

recovered Heroin at Murshidabad
কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার 3
author img

By

Published : Feb 14, 2020, 7:44 PM IST

বহরমপুর ও লালগোলা, 14 ফেব্রুয়ারি : দু'টি পৃথক ঘটনায় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার তিনজন । CID ও লালগোলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে মাদক বাজেয়াপ্ত করেছে ৷

গতরাতে বহরমপুরের খাগড়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম জহিরুদ্দিন শেখ । বাড়ি লালগোলায় । ধৃতের কাছ থেকে 490 গ্রাম হেরোইনসহ একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে 600 গ্রাম হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ । লালগোলার একটি আমবাগানে হাত বদলের সময় দু'জনকে পাকড়াও করা হয় । অভিযুক্তদের নাম অনিল সরকার ও বুলবুল শেখ । অনিলের বাড়ি লালগোলার কৃষ্ণপুর এলাকায় এবং বুলবুল শেখ বিলবোরা কপরা এলাকার বাসিন্দা ।

ধৃতদের মাদক আইনের বিশেষ আদালতে হাজির করে হেপাজতে নেওয়া হয়েছে ।

বহরমপুর ও লালগোলা, 14 ফেব্রুয়ারি : দু'টি পৃথক ঘটনায় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার তিনজন । CID ও লালগোলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে মাদক বাজেয়াপ্ত করেছে ৷

গতরাতে বহরমপুরের খাগড়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম জহিরুদ্দিন শেখ । বাড়ি লালগোলায় । ধৃতের কাছ থেকে 490 গ্রাম হেরোইনসহ একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে 600 গ্রাম হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ । লালগোলার একটি আমবাগানে হাত বদলের সময় দু'জনকে পাকড়াও করা হয় । অভিযুক্তদের নাম অনিল সরকার ও বুলবুল শেখ । অনিলের বাড়ি লালগোলার কৃষ্ণপুর এলাকায় এবং বুলবুল শেখ বিলবোরা কপরা এলাকার বাসিন্দা ।

ধৃতদের মাদক আইনের বিশেষ আদালতে হাজির করে হেপাজতে নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.