ETV Bharat / state

Berhampore Book Fair: সর্বকালের রেকর্ড ছাড়াল বিক্রি, উচ্ছ্বসিত বহরমপুর বইমেলা কমিটি - বহরমপুর বইমেলা

করোনা পরবর্তী বইমেলায় বহরমপুরে রেকর্ড বিক্রি (Berhampore Book Fair) ৷ এবার বিক্রি হয়েছে মোট 1 কোটি 27 লক্ষ 22 হাজার টাকার বই ৷

ETV Bharat
বহরমপুর বইমেলায় এবার রেকর্ড বিক্রি
author img

By

Published : Jan 6, 2023, 6:01 PM IST

বহরমপুর, 6 জানুয়ারি: বিক্রিবাটায় এ বছর সর্বকালের রেকর্ড ছাপিয়ে গেল বহরমপুর বইমেলায় (Record Sales this Year at Berhampore Book Fair) ৷ সাতদিনের এই বইমেলায় এবার বিক্রি হয়েছে 1 কোটি 27 লক্ষ 22 হাজার টাকার বই । এর আগে 2019-20 বর্ষে 1 কোটি 16 লক্ষ টাকার বই বিক্রি রাজ্যে প্রথম ছিল বলে উদ্বোধনের দিন জানিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । গত বছর করোনাকালে মেলার আয়তন ছোট হলেও 1 কোটি 5 লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল ।

কিন্তু এ বছর বই বিক্রি অনেক বেশি হয়েছে ৷ ডিজিটাল যুগে যেখানে হাতের মুঠোয় বই পাওয়া যাচ্ছে তখন বহরমপুর বইমেলায় বই বিক্রির বহরে উজ্জীবিত প্রকাশক সংস্থাগুলির পাশাপাশি আয়োজক সংস্থা । গত 28 ডিসেম্বর ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার মাঠে এই বইমেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । এবারের মেলায় বাংলাদেশ-সহ 85টি প্রকাশনী সংস্থা এসেছিল । মোট স্টল ছিল 172টি । এবারই প্রথম বহরমপুর বইমেলায় কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি ।

আরও পড়ুন : স্পোর্টস লাইব্রেরি, বইমেলা ! নতুন রূপে সেজে উঠছে বাগান

এই বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক (ডিএলও) মনোঞ্জয় রায় বলেন, "জেলাশাসকের উদ্যোগেই এবার বইমেলা বিনা টিকিটে গোটা ব্যারাক স্কোয়ার মাঠ জুড়ে হয়েছিল । প্রথম থেকেই বই বিক্রির হিড়িক পড়েছিল । প্রথম পাঁচ দিনে 85 লাখ টাকার বই বিক্রি হয়েছে ।"

মুর্শিদাবাদ জেলায় 143টি সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার রয়েছে । এই গ্রন্থাগারগুলির জন্য মোট 22 লক্ষ টাকার বই কেনা হয়েছে সরকারিভাবে । এই বিষয়ে বইমেলা কমিটির অন্যতম সদস্য তথা গ্রন্থাগারিক তপন ঘোষ জানান, এবার টিকিট না-থাকায় বই বিক্রির হিসাব পেতে কষ্ট হয়েছিল । স্টল ঘুরে বই বিক্রির হিসাব সংগ্রহ করতে হয়েছে । সেখানে অনেকেই বই বিক্রির অঙ্ক কম করে দেখিয়েছেন ।

প্রসঙ্গত, 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে সাতদিন ধরে এই বইমেলা চলে 3 জানুয়ারি পর্যন্ত । তবে শেষদিনে বইপ্রেমীদের ঢল ছিল দেখার মতো । এবারের বই বিক্রিতে উজ্জীবিত প্রায় সমস্ত প্রকাশনী সংস্থা ।

আরও পড়ুন : কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ

বহরমপুর, 6 জানুয়ারি: বিক্রিবাটায় এ বছর সর্বকালের রেকর্ড ছাপিয়ে গেল বহরমপুর বইমেলায় (Record Sales this Year at Berhampore Book Fair) ৷ সাতদিনের এই বইমেলায় এবার বিক্রি হয়েছে 1 কোটি 27 লক্ষ 22 হাজার টাকার বই । এর আগে 2019-20 বর্ষে 1 কোটি 16 লক্ষ টাকার বই বিক্রি রাজ্যে প্রথম ছিল বলে উদ্বোধনের দিন জানিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । গত বছর করোনাকালে মেলার আয়তন ছোট হলেও 1 কোটি 5 লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল ।

কিন্তু এ বছর বই বিক্রি অনেক বেশি হয়েছে ৷ ডিজিটাল যুগে যেখানে হাতের মুঠোয় বই পাওয়া যাচ্ছে তখন বহরমপুর বইমেলায় বই বিক্রির বহরে উজ্জীবিত প্রকাশক সংস্থাগুলির পাশাপাশি আয়োজক সংস্থা । গত 28 ডিসেম্বর ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার মাঠে এই বইমেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । এবারের মেলায় বাংলাদেশ-সহ 85টি প্রকাশনী সংস্থা এসেছিল । মোট স্টল ছিল 172টি । এবারই প্রথম বহরমপুর বইমেলায় কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি ।

আরও পড়ুন : স্পোর্টস লাইব্রেরি, বইমেলা ! নতুন রূপে সেজে উঠছে বাগান

এই বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক (ডিএলও) মনোঞ্জয় রায় বলেন, "জেলাশাসকের উদ্যোগেই এবার বইমেলা বিনা টিকিটে গোটা ব্যারাক স্কোয়ার মাঠ জুড়ে হয়েছিল । প্রথম থেকেই বই বিক্রির হিড়িক পড়েছিল । প্রথম পাঁচ দিনে 85 লাখ টাকার বই বিক্রি হয়েছে ।"

মুর্শিদাবাদ জেলায় 143টি সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার রয়েছে । এই গ্রন্থাগারগুলির জন্য মোট 22 লক্ষ টাকার বই কেনা হয়েছে সরকারিভাবে । এই বিষয়ে বইমেলা কমিটির অন্যতম সদস্য তথা গ্রন্থাগারিক তপন ঘোষ জানান, এবার টিকিট না-থাকায় বই বিক্রির হিসাব পেতে কষ্ট হয়েছিল । স্টল ঘুরে বই বিক্রির হিসাব সংগ্রহ করতে হয়েছে । সেখানে অনেকেই বই বিক্রির অঙ্ক কম করে দেখিয়েছেন ।

প্রসঙ্গত, 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে সাতদিন ধরে এই বইমেলা চলে 3 জানুয়ারি পর্যন্ত । তবে শেষদিনে বইপ্রেমীদের ঢল ছিল দেখার মতো । এবারের বই বিক্রিতে উজ্জীবিত প্রায় সমস্ত প্রকাশনী সংস্থা ।

আরও পড়ুন : কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.