বহরমপুর, 23 ফেব্রুয়ারি: শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবছর মুর্শিদাবাদ জেলায় 136টি পরীক্ষা কেন্দ্রে 126টি সেন্টার ও 10টি সাব সেন্টার হয়েছে। পরীক্ষা দিচ্ছে 58 হাজার 859 জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি কেউ পাকাপাকিভাবে কেউ আবার পরীক্ষার দিনগুলির জন্য লাগিয়েছেন। 3টি করে সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়াও পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সুবিধার্থে (Convenience of Madhyamik Examinee) 'রিয়েল টাইম' অ্যাপ চালু করা হল যা থাকবে ভেন্যু সুপারভাইজারের কাছে। তাতে সমস্ত খবরাখবর সময় মতো পর্ষদের থেকে পাওয়া যাবে।
এর পাশাপাশি আরও যে নিয়মবিধি পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা এবং পরীক্ষকরাও মোবাইল নিয়ে যেতে পারবে না । প্রশাসন, পুলিশ পরিবহণ, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। সেন্টার সেক্রেটারি, সেন্টার অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার কেবলমাত্র এই চারজনের কাছে মোবাইল থাকবে। যে 'রিয়েল টাইম' অ্যাপ চালু করা হয়েছে তাতে কখন প্রশ্নপত্র দেওয়া হল, কোনও বিপদ হল কি না, প্রশ্নপত্রের ক্ষেত্রে কোনও সমস্যা হল কি না এরূপ নানান রকম সমস্যা সময় মতো পাওয়ার জন্যই এই অ্যাপ চালু করা হল। পূর্বের বিভিন্ন রকম সমস্যাকে নজর রেখে এই অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
এবিষয়ে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার দেবদাস রজক জানান, নিরাপত্তার দিক থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না-হয় তার ব্যবস্থা পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এমনকী পর্ষদের তরফে জেলা স্তরের একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছিল। যারা প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করে খবর পাঠিয়েছে পর্ষদকে ৷ যে কেন্দ্রগুলিতে বিদ্যুৎ, জলপরিষেবা, শৌচাগার, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না সে বিষয়েও নজর রাখা হয়েছে।
আরও পড়ুন: 'ভালো হয়েছে প্রশ্নপত্র', সুষ্ঠুভাবে মিটল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা
উল্লেখ্য, এদিন এই জেলায় পরীক্ষা দিতে বসে অসুস্থ হয়ে পড়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী ৷ সে পরীক্ষা সম্পূর্ণও করতে পারেনি ৷ এর পাশাপাশি পরীক্ষা দিতে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আরও দুই পরীক্ষার্থী। মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই দুই পরীক্ষার্থীকে হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে (WBBSE Made Arrangements for Exam in Hospital) ৷