কান্দি, 10 জুন : রেশন ডিলারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল খাদ্য নিয়ামক দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে । প্রতিবাদে কান্দি সদর মহকুমা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় রেশন ডিলাররা ।
গতকাল কান্দি মহকুমার প্রায় জনা তিরিশেক রেশন ডিলার বিক্ষোভ দেখান । তাঁদের অভিযোগ, কান্দির খাদ্য নিয়ামক দপ্তরের আধিকারিক মহম্মদ শরিফ উদ্দিন আনসারি তোলা আদায়ের চেষ্টা করছেন । যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই আধিকারিক । তাঁর পালটা অভিযোগ, লকডাউন চলাকালীন রেশন ডিলাররা গ্রাহকদের প্রাপ্য দেওয়া থেকে বঞ্চিত করছিলেন । এই অভিযোগ তাঁর কাছে আসে । তিনি ডিলারদের সাবধান করেন । সেকারণে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে ।
এদিকে খাদ্য নিয়ামক দপ্তরের সামনে রেশন ডিলারদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসে কান্দি থানার পুলিশ । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি ।