বহরমপুর, 22 জুন : বকেয়া রেশনের মাল না-দেওয়ায় রেশন ডিলারকে ওয়াটার এটিএমের ভিতর আটকে রাখল উত্তেজিত উপভোক্তারা । ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চুনাখালি মিল্কিপাড়ায় । অভিযুক্ত রেশন ডিলারের নাম স্বপন দাস ৷ বাড়ি চুনাখালি মিল্কিপাড়ায় ৷
খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ গিয়ে ওই রেশন ডিলারকে উদ্ধার করে উত্তেজিত জনতার হাত থেকে (Ration Dealer Detained In Murshidabad) । দীর্ঘক্ষণ পানীয় জলের এটিমে বন্দি থাকায় অসুস্থ হয়ে পড়েন সংশ্লিষ্ট রেশন ডিলার । খাদ্য দফতরের এক আধিকারিক তদন্তে এসে রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নথিভুক্ত করেন । ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে ৷ চুনাখালি মিল্কিপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই রেশনের সামগ্রী কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় উপভোক্তাদের ।
আরও পড়ুন : রেশন-আধার লিংক হয়নি, সামগ্রী পাচ্ছে না কয়েক হাজার মানুষ
গত দু'মাস ধরে বেশ কিছু উপভোক্তাকে রেশন না-দিয়ে টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে পরে রেশন দেওয়া হবে বলে । দু'মাস ধরে উপভোক্তারা ঘুরেও বকেয়া রেশনের মাল না-পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন । বিক্ষোভ দেখানোর পাশাপাশি রেশন ডিলারকে পানীয় এটিএমে দীর্ঘক্ষণ আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয়দের দাবি, ডিলার বহুদিন ধরে রেশনে মাল কম দিচ্ছিলেন । পরে পুষিয়ে দেব বলেই গা-ছাড়া ভাব দেখাচ্ছিলেন ডিলার । বুধবার ঘটনার প্রতিবাদ জানাতে উত্তেজিত জনতা তাঁকে আটক করে । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য নিয়ামক দফতরের এক আধিকারিক । তিনি জানিয়েছেন, দু'মাস ধরে রেশন বিলি কেন বকেয়া পড়ে রয়েছে খতিয়ে দেখা হচ্ছে ।