ETV Bharat / state

Sagardighi Bye Election: সাগরদিঘি উপনির্বাচনে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর, বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ রাহুলের - at Left Congress alliance

সোমবার সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi Bye Election) জন্য মনোনয়ন জমা দিসেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা ৷ সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে বাম-কংগ্রেস জোটকে তাচ্ছিল্যে ওড়ালেন তিনি ৷

Sagardighi Bye Election
বিজেপি প্রার্থী দিলীপ সাহা
author img

By

Published : Feb 6, 2023, 9:00 PM IST

বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ রাহুলের

বহরমপুর, 6 ফেব্রুয়ারি: জিরো আর জিরোর যোগফল জিরোই হয় । সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Sagardighi Bye Election) বাম-কংগ্রেস জোট নিয়ে এমনই ব্যাখা দিলেন বিজেপির নেতা রাহুল সিনহা (Rahul Sinha takes a swipe at Left Congress alliance) । পাশাপাশি তিনি বলেন, "2021 সালে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম । এবার আমরা প্রথম স্থানে ৷ বহু মুসলিম ভোটাররা এবার বিজেপিকে সমর্থন করেছে ।" সোমবার বিজেপি প্রার্থী ও জেলার উত্তর ও দক্ষিণের সাংগঠনিক জেলা সভাপতি রাহুল সিনহার সঙ্গে ছিলেন ।

আগামিকাল সাগরদিঘি কেন্দ্রে মনোনয়নের শেষ দিন । তবে তার একদিন আগেই বিজেপি প্রার্থী দিলীপ সাহা মনোনয়ন দাখিল করতে গেলেন ৷ আর এই মনোনয়ন দাখিলে তাঁর সঙ্গে ছিলেন রাহুল সিনহা । বহরমপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে ঢাক ঢোল সহযোগে আদিবাসী সম্প্রদায় বর্ণাঢ্য র‍্যালি নিয়ে আজ বহরমপুর জেলা কালেক্টরেট অফিসে মনোনয়ন দিতে ঢোকেন বিজেপি প্রার্থী । এ দিনের মনোনয়ন দাখিলের র‍্যালিতে মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ ছিল নজরে পড়ার মতো । 2021 সালের নির্বাচনে এই কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন । এইবার সেই ভোট ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ বলে বিরোধীরা প্রচার শুরু করেছে ।

সোমবার রাহুল সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী নামাজ পড়ে সংখ্যালঘুদের ঠকিয়েছে। আজ তারা বুঝতে পেরেছে । তাই এবার সাগরদিঘিতে বহু সংখ্যালঘু মানুষের সমর্থন পাচ্ছে ।" সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়ছে । এ বিষয়ে রাহুল সিনহা বলেন, "21-এ বিধনসভা নির্বাচনে বাম শূন্য ছিল । কংগ্রেসও শূন্য ছিল । জিরো আর জিরো যোগ করলে জিরোই হয় । এবারও তাই হবে ।"

উল্লেখ্য, সাগরদিঘি কেন্দ্রে 2011-এর নির্বাচনে প্রথম ঘাসফুল ফুটিয়েছিলেন সুব্রত সাহা । পরের দুটি নির্বাচনেও সাগরদিঘি থেকে ঘাসফুল প্রতীকে জয়লাভ করেন তিনি । সুব্রত সাহার অকাল প্র‍য়ানে এই কেন্দ্রে জয় ধরে রাখাটাই এখন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ । সব থেকে বড় চ্যালেঞ্জ এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়ছে । পাশাপাশি রাজ্যের শাসক দলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্রে তাদের অন্তকলহ । রাজনৈতিক মহলের ধারনা, সুব্রত সাহা এবং তাঁর গোষ্ঠীর তীব্র বিরোধী ছিলেন দলের ব্লক সভাপতি তথা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় । সেই হিসাবে উপনির্বাচনে সুব্রত গোষ্ঠীরা যে বিরোধীতায় নামবে, তা নিয়ে রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিত । আর এ দিন বিজেপি যে হারে সমর্থকদের মনোনয়নে হাজির করেছিল, তাতে গেরুয়া শিবির কিছুটা হলেও সুবিধা পাচ্ছে বলেই ধারনা অনেকের ।

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী দিলীপ সাহা

বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ রাহুলের

বহরমপুর, 6 ফেব্রুয়ারি: জিরো আর জিরোর যোগফল জিরোই হয় । সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Sagardighi Bye Election) বাম-কংগ্রেস জোট নিয়ে এমনই ব্যাখা দিলেন বিজেপির নেতা রাহুল সিনহা (Rahul Sinha takes a swipe at Left Congress alliance) । পাশাপাশি তিনি বলেন, "2021 সালে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম । এবার আমরা প্রথম স্থানে ৷ বহু মুসলিম ভোটাররা এবার বিজেপিকে সমর্থন করেছে ।" সোমবার বিজেপি প্রার্থী ও জেলার উত্তর ও দক্ষিণের সাংগঠনিক জেলা সভাপতি রাহুল সিনহার সঙ্গে ছিলেন ।

আগামিকাল সাগরদিঘি কেন্দ্রে মনোনয়নের শেষ দিন । তবে তার একদিন আগেই বিজেপি প্রার্থী দিলীপ সাহা মনোনয়ন দাখিল করতে গেলেন ৷ আর এই মনোনয়ন দাখিলে তাঁর সঙ্গে ছিলেন রাহুল সিনহা । বহরমপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে ঢাক ঢোল সহযোগে আদিবাসী সম্প্রদায় বর্ণাঢ্য র‍্যালি নিয়ে আজ বহরমপুর জেলা কালেক্টরেট অফিসে মনোনয়ন দিতে ঢোকেন বিজেপি প্রার্থী । এ দিনের মনোনয়ন দাখিলের র‍্যালিতে মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ ছিল নজরে পড়ার মতো । 2021 সালের নির্বাচনে এই কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন । এইবার সেই ভোট ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ বলে বিরোধীরা প্রচার শুরু করেছে ।

সোমবার রাহুল সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী নামাজ পড়ে সংখ্যালঘুদের ঠকিয়েছে। আজ তারা বুঝতে পেরেছে । তাই এবার সাগরদিঘিতে বহু সংখ্যালঘু মানুষের সমর্থন পাচ্ছে ।" সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়ছে । এ বিষয়ে রাহুল সিনহা বলেন, "21-এ বিধনসভা নির্বাচনে বাম শূন্য ছিল । কংগ্রেসও শূন্য ছিল । জিরো আর জিরো যোগ করলে জিরোই হয় । এবারও তাই হবে ।"

উল্লেখ্য, সাগরদিঘি কেন্দ্রে 2011-এর নির্বাচনে প্রথম ঘাসফুল ফুটিয়েছিলেন সুব্রত সাহা । পরের দুটি নির্বাচনেও সাগরদিঘি থেকে ঘাসফুল প্রতীকে জয়লাভ করেন তিনি । সুব্রত সাহার অকাল প্র‍য়ানে এই কেন্দ্রে জয় ধরে রাখাটাই এখন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ । সব থেকে বড় চ্যালেঞ্জ এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়ছে । পাশাপাশি রাজ্যের শাসক দলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্রে তাদের অন্তকলহ । রাজনৈতিক মহলের ধারনা, সুব্রত সাহা এবং তাঁর গোষ্ঠীর তীব্র বিরোধী ছিলেন দলের ব্লক সভাপতি তথা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় । সেই হিসাবে উপনির্বাচনে সুব্রত গোষ্ঠীরা যে বিরোধীতায় নামবে, তা নিয়ে রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিত । আর এ দিন বিজেপি যে হারে সমর্থকদের মনোনয়নে হাজির করেছিল, তাতে গেরুয়া শিবির কিছুটা হলেও সুবিধা পাচ্ছে বলেই ধারনা অনেকের ।

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী দিলীপ সাহা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.