ETV Bharat / state

প্রথা ভেঙে প্রথমবার পিএসি-র আসর বসছে বহরমপুরে - Adhir Ranjan Chowdhury on PAC meeting

বিধানসভা নির্বাচনের আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যদের জেলা ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করেছেন অধীর চৌধুরি । রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে এটা অধীরের মাস্টারস্ট্রোক ।

Adhir Ranjan Chowdhury on PAC meeting
পিএসির বৈঠক প্রসঙ্গে অধীর চৌধুরির বক্তব্য
author img

By

Published : Jan 6, 2021, 3:28 PM IST

বহরমপুর, 6 জানুয়ারি : প্রথা ভেঙে প্রথমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র আসর বসছে মুর্শিদাবাদে । তিনদিনের আলোচনা সভায় যোগদানকারী সমস্ত সদস্যকে জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখাবেন কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরি । সদস্যদের নদিয়ার ইস্কনের মন্দিরও ঘুরিয়ে দেখানো হবে । আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন অধীর চৌধুরি ।

রাজ্যে বিধানসভা ভোটের আগে এটাকে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অনেকে । যদিও অধীরবাবু এই তত্ত্ব মানতে নারাজ । পিএসি মূলত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির রূপায়ণ ও পরিণতি বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রকে রিপোর্ট পাঠায় । দিল্লি ছাড়া দেশের বড় বড় শহরে এই কমিটির বাৎসরিক সভা বসে । এবার পাঁচ দিনের বৈঠক হবে । তার মধ্যে দু'দিন হবে কলকাতায় । বাকি 11, 12 ও 13 জানুয়ারি সভা বসবে বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন একটি হোটেলে । সভায় সিএজি-র সমস্ত সদস্য, দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তা, রাজ্য প্রতিনিধিসহ কেন্দ্রের একাধিক শীর্ষ কর্তা হাজির থাকবেন ।

পিএসির বৈঠক প্রসঙ্গে অধীর চৌধুরির বক্তব্য

আরও পড়ুন : সাংবাদিকদের নিন্দা করার অধিকার আছে, বললেন অধীর চৌধুরি

অধীর চৌধুরি জানান, "রেল, বন্যা, ভাঙন, কৃষি, পাট-সহ 10টি বিষয়ের উপর আলোচনা হবে । পাশাপাশি এরাজ্যে কেন্দ্রের প্রকল্পগুলির কী পরিস্থিতি তা স্টাডি টুরের মাধ্যমে খতিয়ে দেখা হবে ।" তাঁর দাবি, পিএসি-কে জেলায় আনার লক্ষ্য রাজনীতি নয় । মুর্শিদাবাদ মূলত পাট চাষ নির্ভরশীল জেলা । পাট চাষিদের সঙ্গে নিয়ে আলোচনা হবে । এছাড়া কমিটির সদস্যরা দেখবেন মুর্শিদাবাদ বলে একটা জেলা রয়েছে ।"

বহরমপুর, 6 জানুয়ারি : প্রথা ভেঙে প্রথমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র আসর বসছে মুর্শিদাবাদে । তিনদিনের আলোচনা সভায় যোগদানকারী সমস্ত সদস্যকে জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখাবেন কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরি । সদস্যদের নদিয়ার ইস্কনের মন্দিরও ঘুরিয়ে দেখানো হবে । আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন অধীর চৌধুরি ।

রাজ্যে বিধানসভা ভোটের আগে এটাকে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অনেকে । যদিও অধীরবাবু এই তত্ত্ব মানতে নারাজ । পিএসি মূলত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির রূপায়ণ ও পরিণতি বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রকে রিপোর্ট পাঠায় । দিল্লি ছাড়া দেশের বড় বড় শহরে এই কমিটির বাৎসরিক সভা বসে । এবার পাঁচ দিনের বৈঠক হবে । তার মধ্যে দু'দিন হবে কলকাতায় । বাকি 11, 12 ও 13 জানুয়ারি সভা বসবে বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন একটি হোটেলে । সভায় সিএজি-র সমস্ত সদস্য, দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তা, রাজ্য প্রতিনিধিসহ কেন্দ্রের একাধিক শীর্ষ কর্তা হাজির থাকবেন ।

পিএসির বৈঠক প্রসঙ্গে অধীর চৌধুরির বক্তব্য

আরও পড়ুন : সাংবাদিকদের নিন্দা করার অধিকার আছে, বললেন অধীর চৌধুরি

অধীর চৌধুরি জানান, "রেল, বন্যা, ভাঙন, কৃষি, পাট-সহ 10টি বিষয়ের উপর আলোচনা হবে । পাশাপাশি এরাজ্যে কেন্দ্রের প্রকল্পগুলির কী পরিস্থিতি তা স্টাডি টুরের মাধ্যমে খতিয়ে দেখা হবে ।" তাঁর দাবি, পিএসি-কে জেলায় আনার লক্ষ্য রাজনীতি নয় । মুর্শিদাবাদ মূলত পাট চাষ নির্ভরশীল জেলা । পাট চাষিদের সঙ্গে নিয়ে আলোচনা হবে । এছাড়া কমিটির সদস্যরা দেখবেন মুর্শিদাবাদ বলে একটা জেলা রয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.