ETV Bharat / state

WB Election : রাত পোহালেই ভোট, প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে - প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে

জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ বিধানসভায় প্রস্তুতি তুঙ্গে ৷ ভবানীপুরের পাশাপাশি এই দুই কেন্দ্রেও রাত পোহালেই ভোট ৷ ইতিমধ্যেই দুই বিধানসভা এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ চলছে নাকা চেকিংও ৷

প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে
প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে
author img

By

Published : Sep 29, 2021, 9:20 PM IST

জঙ্গিপুর, 29 সেপ্টেম্বর : টানটান উত্তেজনায় রাত পোহালেই জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ বিধানসভার নির্বাচন । ভবানীপুর কেন্দ্রের উপ-নির্বাচনের পাশাপাশি জঙ্গিপুর মহকুমার স্থগিত হয়ে থাকা দুই আসনের জন্য ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার । তারই প্রস্তুতি তুঙ্গে ।

সামসেরগঞ্জ বিধানসভায় মোট বুথ রয়েছে 329টি । 18টি সেক্টরে এই বুথগুলি রাখা হয়েছে । অন্যদিকে জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা 363 । সেক্টর রয়েছে 24টি । ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সকাল সাতটা থেকে । চলবে সাড়ে ছ'টা পর্যন্ত । নির্বাচন উপলক্ষে বুধবার বৃষ্টির মধ্যেই ইভিএম নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা । ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিটি বুথে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ সিসিটিভির মাধ্যমে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে জোরকদমে । চলছে নাকা চেকিংও ৷ প্রসঙ্গত, দু'টি বিধানসভা আসনই ছিল তৃণমূলের দখলে ।

ভোটের প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে কেন্দ্রে

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 35 হাজার 511 । তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 15 হাজার 237 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 20 হাজার 272 । জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 54 হাজার 715 । তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 29 হাজার 404 এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 25 হাজার 305 । দু'টি বিধানসভায় মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন ।

আরও পড়ুন : WB Election : তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা, রাজ্যে আরও 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

জঙ্গিপুর, 29 সেপ্টেম্বর : টানটান উত্তেজনায় রাত পোহালেই জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ বিধানসভার নির্বাচন । ভবানীপুর কেন্দ্রের উপ-নির্বাচনের পাশাপাশি জঙ্গিপুর মহকুমার স্থগিত হয়ে থাকা দুই আসনের জন্য ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার । তারই প্রস্তুতি তুঙ্গে ।

সামসেরগঞ্জ বিধানসভায় মোট বুথ রয়েছে 329টি । 18টি সেক্টরে এই বুথগুলি রাখা হয়েছে । অন্যদিকে জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা 363 । সেক্টর রয়েছে 24টি । ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সকাল সাতটা থেকে । চলবে সাড়ে ছ'টা পর্যন্ত । নির্বাচন উপলক্ষে বুধবার বৃষ্টির মধ্যেই ইভিএম নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা । ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিটি বুথে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ সিসিটিভির মাধ্যমে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে জোরকদমে । চলছে নাকা চেকিংও ৷ প্রসঙ্গত, দু'টি বিধানসভা আসনই ছিল তৃণমূলের দখলে ।

ভোটের প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে কেন্দ্রে

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 35 হাজার 511 । তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 15 হাজার 237 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 20 হাজার 272 । জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 54 হাজার 715 । তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 29 হাজার 404 এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 25 হাজার 305 । দু'টি বিধানসভায় মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন ।

আরও পড়ুন : WB Election : তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা, রাজ্যে আরও 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.