ETV Bharat / state

শওহরের নিকাহ বহির্ভূত সম্পর্কে বাধা, যুবতিকে খুনের অভিযোগ - ডোমকলের খবর

ডোমকলে উদ্ধার যুবতির ঝুলন্ত মৃতদেহ । অতিরিক্ত পণ এবং শওহরের নিকাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার জন্যই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের ।

domkal
domkal
author img

By

Published : Jun 20, 2020, 12:04 AM IST

ডোমকল, 19 জুন : ডোমকলে উদ্ধার যুবতির(19) ঝুলন্ত মৃতদেহ । শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতার পরিবার । তাঁদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার করা হত শেফালি বিবিকে । পাশাপাশি শওহরের নিকাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার জন্য খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । অন্তঃসত্ত্বা ছিলেন ওই যুবতি ।

ডোমকল থানার হরিশঙ্করপুর গ্রামের বাসিন্দা ছিলেন শেফালি । পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ । অভিযুক্তরা পলাতক বলে স্থানীয় সূত্রে খবর ।


বছর কয়েক আগে হরিশঙ্করপুরের মুস্তাকিন খাঁ-র সঙ্গে নিকাহ হয় বাবলাবোনার শেফালি খাতুনের । নিকাহর কয়েকদিন পরে থেকে শুরু হয় পারিবারিক অশান্তি । সেফালির পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই অত্যাচার করা হত শেফালিকে । কখনও খুনের হুমকি দেওয়া হত । কখনও আবার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত তাঁকে । পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শেফালি । তারপরও তাঁর উপর চলত অকথ্য অত্যাচার । কিন্তু সব সহ্য করেও সংসার করতেন শেফালি । সম্প্রতি মুস্তাকিনের বিরুদ্ধে নিকাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে । তাঁকে বাধা দিয়েছিলেন শেফালি । আর এরপরেই যুবতিকে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ ।

আজ সকালে ঘর থেকে শেফালির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয় । ঘটনায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতির পরিবার । অভিযুক্তরা পলাতক । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ডোমকল, 19 জুন : ডোমকলে উদ্ধার যুবতির(19) ঝুলন্ত মৃতদেহ । শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতার পরিবার । তাঁদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার করা হত শেফালি বিবিকে । পাশাপাশি শওহরের নিকাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার জন্য খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । অন্তঃসত্ত্বা ছিলেন ওই যুবতি ।

ডোমকল থানার হরিশঙ্করপুর গ্রামের বাসিন্দা ছিলেন শেফালি । পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ । অভিযুক্তরা পলাতক বলে স্থানীয় সূত্রে খবর ।


বছর কয়েক আগে হরিশঙ্করপুরের মুস্তাকিন খাঁ-র সঙ্গে নিকাহ হয় বাবলাবোনার শেফালি খাতুনের । নিকাহর কয়েকদিন পরে থেকে শুরু হয় পারিবারিক অশান্তি । সেফালির পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই অত্যাচার করা হত শেফালিকে । কখনও খুনের হুমকি দেওয়া হত । কখনও আবার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত তাঁকে । পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শেফালি । তারপরও তাঁর উপর চলত অকথ্য অত্যাচার । কিন্তু সব সহ্য করেও সংসার করতেন শেফালি । সম্প্রতি মুস্তাকিনের বিরুদ্ধে নিকাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে । তাঁকে বাধা দিয়েছিলেন শেফালি । আর এরপরেই যুবতিকে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ ।

আজ সকালে ঘর থেকে শেফালির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয় । ঘটনায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতির পরিবার । অভিযুক্তরা পলাতক । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.