ETV Bharat / state

অন্তঃসত্ত্বা যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার শওহরসহ 5 - অন্তঃসত্ত্বা খুন

পারিবারিক বচসার জেরে যুবতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ । সামসেরগঞ্জ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নিচু কামাত এলাকার ঘটনা ।

murshidabad
অন্তঃসত্ত্বা মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী সহ পাঁচ
author img

By

Published : Jun 22, 2020, 6:26 PM IST

সামসেরগঞ্জ, 22 জুন : পারিবারিক বিবাদের জেরে পাঁচমাসের অন্তঃসত্ত্বা যুবতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শওহর ও দেওর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ধূলিয়ান পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নিচু কামাত এলাকার ঘটনা । মৃত ওই যুবতির নাম রিমা খাতুন(22 ) । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তদের তল্লাশি করে সামসেরগঞ্জ থানার পুলিশ ৷ পরে গ্রেপ্তার হয় দেওর রুবেল শেখ, শওহর রাহুল শেখ, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদকে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ৷

বছর চারেক আগেই রিমা খাতুনের সাথে কামাত এলাকার রাহুল শেখের সঙ্গে নিকাহ হয় ৷ পেশায় রাজমিস্ত্রি রাহুল শেখের বিরুদ্ধে অভিযোগ, নিকাহের পর থেকেই মদ্যপ অবস্থায় বিবিকে সে অত্যাচার করত ৷ শওহর ছাড়াও , তাঁর পরিবারের লোকজনও তাঁকে নানাভাবে নির্যাতন করত । বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি সভা ডেকে বিচার হলেও, সম্প্রতি পারিবারিক কলহ চরমে ওঠে । শ্বশুরবাড়ির জ্বালাতনে একপ্রকার অতিষ্ঠ হয়ে এক সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি চলে যান ওই যুবতি। সপ্তাহ খানেক আগেই কোনওরকমে বোঝানোর পর ফের শ্বশুরবাড়ি আসেন ৷ তারপরই অভিযোগ, রবিবার ফের একবার দেওর ও শ্বশুরবাড়ির লোকের সাথে বচসা হয় তাঁর । অভিযোগ, তারপরই গতকাল সকাল সাতটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে আঘাত করে দেওর রুবেল শেখ । এই ঘটনায় তাকে সাহায্য করে শহওরের পরিবার বাকিরা । ঘটনাস্থলেই মারা যান ওই যুবতি । তারপর পালিয়ে যায় অভিযুক্তরা ৷

যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার 5

মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পলাতকদের খোঁজে নামে পুলিশ ৷ পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে মৃতার পরিবার ।

সামসেরগঞ্জ, 22 জুন : পারিবারিক বিবাদের জেরে পাঁচমাসের অন্তঃসত্ত্বা যুবতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শওহর ও দেওর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ধূলিয়ান পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নিচু কামাত এলাকার ঘটনা । মৃত ওই যুবতির নাম রিমা খাতুন(22 ) । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তদের তল্লাশি করে সামসেরগঞ্জ থানার পুলিশ ৷ পরে গ্রেপ্তার হয় দেওর রুবেল শেখ, শওহর রাহুল শেখ, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদকে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ৷

বছর চারেক আগেই রিমা খাতুনের সাথে কামাত এলাকার রাহুল শেখের সঙ্গে নিকাহ হয় ৷ পেশায় রাজমিস্ত্রি রাহুল শেখের বিরুদ্ধে অভিযোগ, নিকাহের পর থেকেই মদ্যপ অবস্থায় বিবিকে সে অত্যাচার করত ৷ শওহর ছাড়াও , তাঁর পরিবারের লোকজনও তাঁকে নানাভাবে নির্যাতন করত । বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি সভা ডেকে বিচার হলেও, সম্প্রতি পারিবারিক কলহ চরমে ওঠে । শ্বশুরবাড়ির জ্বালাতনে একপ্রকার অতিষ্ঠ হয়ে এক সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি চলে যান ওই যুবতি। সপ্তাহ খানেক আগেই কোনওরকমে বোঝানোর পর ফের শ্বশুরবাড়ি আসেন ৷ তারপরই অভিযোগ, রবিবার ফের একবার দেওর ও শ্বশুরবাড়ির লোকের সাথে বচসা হয় তাঁর । অভিযোগ, তারপরই গতকাল সকাল সাতটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে আঘাত করে দেওর রুবেল শেখ । এই ঘটনায় তাকে সাহায্য করে শহওরের পরিবার বাকিরা । ঘটনাস্থলেই মারা যান ওই যুবতি । তারপর পালিয়ে যায় অভিযুক্তরা ৷

যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার 5

মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পলাতকদের খোঁজে নামে পুলিশ ৷ পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে মৃতার পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.