ETV Bharat / state

Adhir Welcomes HC Direction: 'বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই', রানিনগর নিয়ে আদালত রায়কে স্বাগত অধীরের - অধীর চৌধুরী

Adhir Chowdhury Expresses Gratitude to Judiciary: বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ রানিনগর-2 পঞ্চায়েত সমিতির স্ট্যান্ডিং কমিটি গঠনের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করেন অধীর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:01 PM IST

বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অধীর চৌধুরীর

মুর্শিদাবাদ, 11 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে ঝুলে রইল রানিনগর-2 পঞ্চায়েত সমিতির স্ট্যান্ডিং কমিটি গঠনের প্রক্রিয়া ৷ তবে, এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ যদিও, তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের দাবি, হাইকোর্টের নির্দেশ আসার আগেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে ৷ হাইকোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ভোটাভুটি হয়ে গিয়ে থাকলেও অন্তবর্তী স্থগিতাদেশ 20 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে ৷

এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ মানুষের মতামতকে পদ দলিত করে, এমন দল তৃণমূল ৷ সব খেয়েও পেট ভরে না ৷ ঝালদা দখল করবে আবার পদ্মাপাড়ের এই একটি পঞ্চায়েত সমিতি দখল করবে ৷ এটা দখল না করলে কি তৃণমূল রাজ্য থেকে উঠে যেত ? তৃণমূল সুপ্রিমো মোদির সঙ্গে নৈশভোজ করছেন ৷ আবার ‘ইন্ডিয়া’ জোট বলে চিৎকার করছেন ৷ নিজেকে বাঁচানোর জন্যই এসব করছেন ৷’’

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 27 আসনের রানিনগর-2 পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস জিতেছিল 14টি আসনে ৷ অপরদিকে তৃণমূল 13টি আসনে জিতেছিল ৷ দিন কুড়ি আগে এক নির্বাচিত মহিলা কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন ৷ গতকাল অর্থাৎ, 10 সেপ্টেম্বর বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে আরও দুই কংগ্রেস দলবদল করেন ৷ ফলে বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে এগারো ৷ অপরদিকে তৃণমূল হাতে রয়েছে 14 জনের সমর্থন ৷

একই সঙ্গে 9টি স্থায়ী সমিতি গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন ন’টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুই জেলা পরিষদের সদস্য, দুই বিধায়ক সৌমিক হোসেন ও আবদুর রজ্জাক এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ৷ পুলিশ হেফাজতে থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি ৷ অন্যদিকে, এই কুদ্দুস আলির পুলিশ হেফাজতে থেকে বিস্ফোরক মন্তব্য তোলপাড় ফেলেছে সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: রানিনগরের ঘটনায় ক্ষমা চাইলেন অধীর, আনলেন ষড়যন্ত্রের অভিযোগ

তিনি দাবি করেছেন, রানিনগর থানার ওসি তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন ৷ এ দিনের ভোটাভুটিতে নিরাপত্তা জনিত কারণে বিরোধীদের কেউ হাজির হননি ৷ অন্যদিকে, স্থায়ী সমিতি গঠনে বাধা দেওয়ার অভিযোগে তুলে আজই আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস ৷ সেখানেই আদালতের অন্তবর্তী স্থগিতাদেশে ঝুলে থাকল 9টি স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া ৷ 20 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে ৷ মামলার পরবর্তী শুনানির দিন 14 সেপ্টেম্বর ৷

বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অধীর চৌধুরীর

মুর্শিদাবাদ, 11 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে ঝুলে রইল রানিনগর-2 পঞ্চায়েত সমিতির স্ট্যান্ডিং কমিটি গঠনের প্রক্রিয়া ৷ তবে, এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ যদিও, তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের দাবি, হাইকোর্টের নির্দেশ আসার আগেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে ৷ হাইকোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ভোটাভুটি হয়ে গিয়ে থাকলেও অন্তবর্তী স্থগিতাদেশ 20 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে ৷

এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ মানুষের মতামতকে পদ দলিত করে, এমন দল তৃণমূল ৷ সব খেয়েও পেট ভরে না ৷ ঝালদা দখল করবে আবার পদ্মাপাড়ের এই একটি পঞ্চায়েত সমিতি দখল করবে ৷ এটা দখল না করলে কি তৃণমূল রাজ্য থেকে উঠে যেত ? তৃণমূল সুপ্রিমো মোদির সঙ্গে নৈশভোজ করছেন ৷ আবার ‘ইন্ডিয়া’ জোট বলে চিৎকার করছেন ৷ নিজেকে বাঁচানোর জন্যই এসব করছেন ৷’’

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 27 আসনের রানিনগর-2 পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস জিতেছিল 14টি আসনে ৷ অপরদিকে তৃণমূল 13টি আসনে জিতেছিল ৷ দিন কুড়ি আগে এক নির্বাচিত মহিলা কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন ৷ গতকাল অর্থাৎ, 10 সেপ্টেম্বর বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে আরও দুই কংগ্রেস দলবদল করেন ৷ ফলে বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে এগারো ৷ অপরদিকে তৃণমূল হাতে রয়েছে 14 জনের সমর্থন ৷

একই সঙ্গে 9টি স্থায়ী সমিতি গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন ন’টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুই জেলা পরিষদের সদস্য, দুই বিধায়ক সৌমিক হোসেন ও আবদুর রজ্জাক এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ৷ পুলিশ হেফাজতে থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি ৷ অন্যদিকে, এই কুদ্দুস আলির পুলিশ হেফাজতে থেকে বিস্ফোরক মন্তব্য তোলপাড় ফেলেছে সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: রানিনগরের ঘটনায় ক্ষমা চাইলেন অধীর, আনলেন ষড়যন্ত্রের অভিযোগ

তিনি দাবি করেছেন, রানিনগর থানার ওসি তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন ৷ এ দিনের ভোটাভুটিতে নিরাপত্তা জনিত কারণে বিরোধীদের কেউ হাজির হননি ৷ অন্যদিকে, স্থায়ী সমিতি গঠনে বাধা দেওয়ার অভিযোগে তুলে আজই আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস ৷ সেখানেই আদালতের অন্তবর্তী স্থগিতাদেশে ঝুলে থাকল 9টি স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া ৷ 20 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে ৷ মামলার পরবর্তী শুনানির দিন 14 সেপ্টেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.