ETV Bharat / state

মুর্শিদাবাদ মেডিকেল চত্বরে পড়ে ব্যবহৃত PPE কিট ! গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে - মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল

কোরোনা সর্তকতাকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ফিভার ওয়ার্ডের পাশে যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল স্বাস্থ্য়কর্মীদের ব্যবহৃত PPE কিট ৷ কুকুর, পাখিকে সেই কিট টানাটানি করতেও দেখা গেল।এই ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠল ৷

ppe kits
হাসপাতালে পড়ে রয়েছে পরিত্যক্ত PPE কিট
author img

By

Published : Aug 22, 2020, 5:45 PM IST

বহরমপুর, 22 অগাস্ট : কোরোনা সংক্রমণ প্রতিরোধে নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে । কিন্তু, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেই ধরা পড়ল গাফিলতির চিত্র । হাসপাতালের ফিভার ওয়ার্ডের পাশে রাস্তায় এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল ব্য়বহৃত PPE কিট। কুকুর, পাখিকে সেইসব কিট নিয়ে টানাটানি করতে দেখা গেল। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কীভাবে কিটগুলি রাস্তায় এল তা নিয়ে উঠছে প্রশ্ন । যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চায়নি।

কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেওয়া হচ্ছে PPE কিট । নিয়ম অনুয়ায়ী, একবার ব্যবহারের পর কিটগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা উচিত। কারণ, এই PPE কিট থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। অথচ আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিভার ওয়ার্ডের পাশেই বেশ কয়েকটি PPE কিট পড়ে থাকতে দেখা গেল ৷ রাস্তায় ও তার পাশের জঙ্গলে তা গড়াগড়ি খাচ্ছিল ।

জানা না থাকায় তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন সাধারণ মানুষ । রাস্তার উপর কীভাবে কিটগুলি এল তা নিয়ে প্রশ্ন উঠেছে । চূড়ান্ত অবহেলা ও গাফিলতির জেরেই এই অবস্থা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও এবিষয়ে এবিষয়ে কেউ মুখ খুলতে চাননি।

বহরমপুর, 22 অগাস্ট : কোরোনা সংক্রমণ প্রতিরোধে নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে । কিন্তু, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেই ধরা পড়ল গাফিলতির চিত্র । হাসপাতালের ফিভার ওয়ার্ডের পাশে রাস্তায় এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল ব্য়বহৃত PPE কিট। কুকুর, পাখিকে সেইসব কিট নিয়ে টানাটানি করতে দেখা গেল। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কীভাবে কিটগুলি রাস্তায় এল তা নিয়ে উঠছে প্রশ্ন । যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চায়নি।

কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেওয়া হচ্ছে PPE কিট । নিয়ম অনুয়ায়ী, একবার ব্যবহারের পর কিটগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা উচিত। কারণ, এই PPE কিট থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। অথচ আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিভার ওয়ার্ডের পাশেই বেশ কয়েকটি PPE কিট পড়ে থাকতে দেখা গেল ৷ রাস্তায় ও তার পাশের জঙ্গলে তা গড়াগড়ি খাচ্ছিল ।

জানা না থাকায় তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন সাধারণ মানুষ । রাস্তার উপর কীভাবে কিটগুলি এল তা নিয়ে প্রশ্ন উঠেছে । চূড়ান্ত অবহেলা ও গাফিলতির জেরেই এই অবস্থা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও এবিষয়ে এবিষয়ে কেউ মুখ খুলতে চাননি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.