ETV Bharat / state

অবৈধভাবে পুকুর ভরাট, নিকাশি সমস্যায় জেরবার কান্দির রসোড়ার বাসিন্দারা - latest news today

মুর্শিদাবাদের কান্দি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল ৷ পুকুর মালিক অভিযোগ অস্বীকার করেছেন ৷ এই নিয়ে বিজেপি নেতাকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ৷

pond fill through illegal way in kandi murshidabad
অবৈধভাবে পুকুর ভরাট, নিকাশী সমস্যায় জেরবার কান্দির রসোড়ার বাসিন্দারা
author img

By

Published : Jun 29, 2021, 4:27 PM IST

কান্দি, 29 জুন : অবৈধভাবে ভরাট করা হয়েছে পুকুর ৷ তার জেরে নিকাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে ৷ নাকাল হচ্ছেন এলাকাবাসী ৷ এমনই অভিযোগ করেছেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের রসোড়া এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভোটের পর বঙ্গে কাশ্মীরের থেকেও বেশি হিংসা হয়েছে, দাবি দিলীপের

তাঁদের অভিযোগ, পুকুরের মালিক অবৈধভাবে মাটি ফেলে পুকুর ভরাট করেছে ৷ কিন্তু পুকুরের মালিকের দাবি, সংস্কারের অভাবে ওই পুকুরে নোংরা, আবর্জনা পড়ে বন্ধ হয়ে গিয়েছে ৷ তবে কান্দি পুরসভার প্রশাসক তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান, 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর গৌতম রায়ের সঙ্গে যোগসাজশে এই পুকুর ভরাট করেছেন মালিক ৷ পুরসভার তরফে এই নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও ওই কো-অর্ডিনেটর কোনও আলোচনা করতে চাননি ৷ এই নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অপূর্ব সরকার ৷

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও 2

বিজেপি নেতা গৌতম রায় জানান, তিনি যখন ওই ওয়ার্ডের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর ছিলেন, তখন কান্দি পুরসভার প্রশাসক ছিলেন অপূর্ব সরকার ৷ তাই কান্দি পুরসভার 18টা ওয়ার্ডে কোথায় কী হচ্ছে, সেটা তাঁর জানা উচিত ছিল ৷ তবে এই নিয়ে তাঁকে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন গৌতম রায় ৷

এদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ বৃষ্টিতে তাঁদের নাজেহাল দশা হচ্ছে ৷ তাঁদের আশঙ্কা, বর্ষায় জলবাহিত বা মশা থেকে যে রোগগুলি হয়, এবার ওই এলাকায় সেগুলির প্রকোপ বাড়তে পারে ৷ তাই তাঁরা চান রাজনৈতিক বিবাদ সরিয়ে রেখে তাঁদের সমস্যার দ্রুত সমাধান করা হোক ৷

আরও পড়ুন : দুই গোষ্ঠীর লড়াইয়ে খড়্গপুরে চলল গুলি, ধৃত 1

কান্দি, 29 জুন : অবৈধভাবে ভরাট করা হয়েছে পুকুর ৷ তার জেরে নিকাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে ৷ নাকাল হচ্ছেন এলাকাবাসী ৷ এমনই অভিযোগ করেছেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের রসোড়া এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভোটের পর বঙ্গে কাশ্মীরের থেকেও বেশি হিংসা হয়েছে, দাবি দিলীপের

তাঁদের অভিযোগ, পুকুরের মালিক অবৈধভাবে মাটি ফেলে পুকুর ভরাট করেছে ৷ কিন্তু পুকুরের মালিকের দাবি, সংস্কারের অভাবে ওই পুকুরে নোংরা, আবর্জনা পড়ে বন্ধ হয়ে গিয়েছে ৷ তবে কান্দি পুরসভার প্রশাসক তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান, 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর গৌতম রায়ের সঙ্গে যোগসাজশে এই পুকুর ভরাট করেছেন মালিক ৷ পুরসভার তরফে এই নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও ওই কো-অর্ডিনেটর কোনও আলোচনা করতে চাননি ৷ এই নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অপূর্ব সরকার ৷

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও 2

বিজেপি নেতা গৌতম রায় জানান, তিনি যখন ওই ওয়ার্ডের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর ছিলেন, তখন কান্দি পুরসভার প্রশাসক ছিলেন অপূর্ব সরকার ৷ তাই কান্দি পুরসভার 18টা ওয়ার্ডে কোথায় কী হচ্ছে, সেটা তাঁর জানা উচিত ছিল ৷ তবে এই নিয়ে তাঁকে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন গৌতম রায় ৷

এদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ বৃষ্টিতে তাঁদের নাজেহাল দশা হচ্ছে ৷ তাঁদের আশঙ্কা, বর্ষায় জলবাহিত বা মশা থেকে যে রোগগুলি হয়, এবার ওই এলাকায় সেগুলির প্রকোপ বাড়তে পারে ৷ তাই তাঁরা চান রাজনৈতিক বিবাদ সরিয়ে রেখে তাঁদের সমস্যার দ্রুত সমাধান করা হোক ৷

আরও পড়ুন : দুই গোষ্ঠীর লড়াইয়ে খড়্গপুরে চলল গুলি, ধৃত 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.