লালগোলা, 11 মে: লকডাউন সফল করতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হলেন তিন পুলিশ কর্মী । তিনজনই মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ । লকডাউনের মধ্যে শাসক দলের নেতার হাতে পুলিশকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
লকডাউন উপেক্ষা করে কাপড়ের দোকান খুলে ছিলেন এক বস্ত্র ব্যবসায়ী । সেই দোকান বন্ধ করতে গিয়ে এক ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরুদ্ধে । আক্রান্ত পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে কৃষ্ণপুর হাসপাতালে ।
রবিবার মুর্শিদাবাদে একসঙ্গে চারজনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় আজ থেকে জেলায় শুরু হয়েছে কড়াকড়ি । কিন্তু লকডাউন উপেক্ষা করেই লালগোলা বাজারে কাপড়ের দোকান খুলেছিলেন তৌফিক আহমেদ নামে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি । পুলিশ দোকান বন্ধ করতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । বচসা শুরু হলে পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । আহত পুলিশকর্মীদের স্থানীয়রা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানেই ভরতি রয়েছেন তিন পুলিশ কর্মী ।