কান্দি, 6 এপ্রিল: কারণ ছাড়াই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । প্রতিবাদে কাজ বন্ধ রাখেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
ব্যাঙ্কের ওই কর্মচারী রাজেশ দাসের অভিযোগ, শনিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে কান্দি থানার এক অফিসার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পথ আটকান । কোথায় কী কারণে তিনি বেরিয়েছেন তা জানতে চাওয়া হয় । এরপর রাজেশ নিজের ID কার্ড দেখান ও তিনি যে ব্যাঙ্কের কর্মচারী ও কাজ সেরে বাড়ি ফিরছেন তা জানান । কিন্তু সবকিছু শোনার পরও সেই পুলিশ অফিসার তাঁকে মারধর করেন বলে অভিযোগ । এরপর রাজেশ ম্যানেজারকে ফোন করতে গেলে তাঁর হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ ।
প্রতিবাদে আজ ব্যাঙ্কের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্র্যাঞ্চ ম্যানেজার টি.ডি.গুড়িয়া । সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত ব্যাঙ্ক খোলা রাখা হয়েছে এই লকডাউন পরিস্থতির মধ্যেও । কিন্তু আগামী দিনে যাতে একইরকম সমস্যার মধ্যে অন্য কর্মীদের না পড়তে হয় সেই কারণে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দেন ম্যানেজার । সেই সঙ্গে উক্ত অফিসারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি ।