ETV Bharat / state

লকডাউন চলাকালীন এলাকার গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ - coronavirus safety

প্রায় 21টি অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । পাশাপাশি তাঁদের বাড়ি থেকে বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয় ।

murshidabad
murshidabad
author img

By

Published : Mar 27, 2020, 3:33 PM IST

সুতি, 27 মার্চ : অসহায় মানুষের পাশে দাঁড়াল মুর্শিদাবাদ জেলা পুলিশ । গরিব ও অসহায় মানুষেদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী । চাল,ডাল, আলু দিয়ে তাঁদের বাড়িতে থাকতে অনুরোধ জানাল সুতি থানার পুলিশ ।

আজ এলাকার প্রায় 21টি অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । একই সঙ্গে তাঁদের আরও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।

লকডাউনে প্রশাসনের নির্দেশ অমান্য করেই খাদ্যাভাবে বাড়ির বাইরে বার হচ্ছিল এলাকার অনেকেই । তাঁদের বাড়িতে রাখতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় সুতি থানার পুলিশ । পুলিশের সাহায্যে খুশি দুঃস্থরা । অপরদিকে চা ও পানের দোকানদারদের 10 কেজি করে চাল ও চার কেজি আলু তুলে দিল জলঙ্গি থানার পুলিশ । দোকানের উপর নির্ভরশীল পরিবারগুলি উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছিলেন তাঁরা । পুলিশ পাশে দাঁড়ানোয় খুশি সেই সমস্ত দোকানিরা ।

সুতি, 27 মার্চ : অসহায় মানুষের পাশে দাঁড়াল মুর্শিদাবাদ জেলা পুলিশ । গরিব ও অসহায় মানুষেদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী । চাল,ডাল, আলু দিয়ে তাঁদের বাড়িতে থাকতে অনুরোধ জানাল সুতি থানার পুলিশ ।

আজ এলাকার প্রায় 21টি অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । একই সঙ্গে তাঁদের আরও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।

লকডাউনে প্রশাসনের নির্দেশ অমান্য করেই খাদ্যাভাবে বাড়ির বাইরে বার হচ্ছিল এলাকার অনেকেই । তাঁদের বাড়িতে রাখতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় সুতি থানার পুলিশ । পুলিশের সাহায্যে খুশি দুঃস্থরা । অপরদিকে চা ও পানের দোকানদারদের 10 কেজি করে চাল ও চার কেজি আলু তুলে দিল জলঙ্গি থানার পুলিশ । দোকানের উপর নির্ভরশীল পরিবারগুলি উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছিলেন তাঁরা । পুলিশ পাশে দাঁড়ানোয় খুশি সেই সমস্ত দোকানিরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.