ETV Bharat / state

BJP leader threatened BDO: বিডিও-কে হুমকির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

সোশ্যাল মিডিয়ায় বিডিও ও তাঁর পরিবারকে হুমকি বিজেপি নেতার ৷ গ্রেফতার অভিযুক্ত ৷ অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নামে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (BJP leader threatened BDO)৷

author img

By

Published : Apr 21, 2022, 1:48 PM IST

BJP Leader Threaten BDO
বিডিওকে হুমকি বিজেপি নেতার, গ্রেফতার অভিযুক্ত

সামশেরগঞ্জ, 21 এপ্রিল: সোশ্যাল মিডিয়ায় বিডিও-কে হুমকির অভিযোগে গ্রেফতার ধুলিয়ানের বিজেপি নেতা ৷ বুধবার রাতে অভিযুক্ত মিলন সিং-কে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ (BJP leader threatened BDO) ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান টাউন যুব মোর্চার সহ-সভাপতি ও পৌর নির্বাচনের 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় বিডিও ও তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়ে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে অভিযুক্ত বিজেপি নেতা কার্যত হুমকি দিয়েই জানান, চাকরি বাঁচাতে চাইলে এবং পরিবারের নিরাপত্তা চাইলে কোনও দলীয় নেতাকে সাহায্য করা থেকে বিরত থাকুন ৷ বিডিও-কে উদ্দেশ্য় করা এই পোস্ট ভাইরাল হয় ৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় অভিযুক্ত বিজপি নেতার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Jadavpur University Issue : আলিয়ার ছায়া যাদবপুরে, অধ্যাপকদের কলার ধরার হুমকি তৃণমূল ছাত্রনেতার

এরপরেই বিজেপি নেতা মিলন সিং-এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা ৷ এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জের কাকুরিয়া থেকে ধুলিয়ান পর্যন্ত মিছিল করেন পপুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা ।

সামশেরগঞ্জ, 21 এপ্রিল: সোশ্যাল মিডিয়ায় বিডিও-কে হুমকির অভিযোগে গ্রেফতার ধুলিয়ানের বিজেপি নেতা ৷ বুধবার রাতে অভিযুক্ত মিলন সিং-কে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ (BJP leader threatened BDO) ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান টাউন যুব মোর্চার সহ-সভাপতি ও পৌর নির্বাচনের 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় বিডিও ও তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়ে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে অভিযুক্ত বিজেপি নেতা কার্যত হুমকি দিয়েই জানান, চাকরি বাঁচাতে চাইলে এবং পরিবারের নিরাপত্তা চাইলে কোনও দলীয় নেতাকে সাহায্য করা থেকে বিরত থাকুন ৷ বিডিও-কে উদ্দেশ্য় করা এই পোস্ট ভাইরাল হয় ৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় অভিযুক্ত বিজপি নেতার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Jadavpur University Issue : আলিয়ার ছায়া যাদবপুরে, অধ্যাপকদের কলার ধরার হুমকি তৃণমূল ছাত্রনেতার

এরপরেই বিজেপি নেতা মিলন সিং-এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা ৷ এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জের কাকুরিয়া থেকে ধুলিয়ান পর্যন্ত মিছিল করেন পপুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.