ETV Bharat / state

নিমতিতা স্টেশনের ছাদ থেকে মিলল কাটা আঙুলের টুকরো

তদন্তকারী দলের কাছে এখনও স্পষ্ট নয় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ।

Nimtita blast
ছবি
author img

By

Published : Feb 19, 2021, 10:59 PM IST

Updated : Feb 19, 2021, 11:05 PM IST

নিমতিতা, 19 ফেব্রুয়ারি : নিমতিতা স্টেশনের ছাদ থেকে মিলল কাটা আঙুলের টুকরো । তদন্তে নেমে সিআইডি আধিকারিকরা নিমতিতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ছাদে পেলেন আঙুলের টুকরো । স্টেশনের বিভিন্ন স্থান থেকে মিলেছে মোবাইলের টুকরো । এমনকী বিস্ফোরণের অভিঘাতে প্লাটফর্মে গর্ত হয়েছে বলেও দাবি তদন্তকারী দলের । এদিকে আজ ফরেন্সিক টিম স্টেশন থেকে পাঁচ ধরনের নমুনা সংগহ করে নিয়ে গিয়েছে পরীক্ষার জন্য । তবে এখনই তদন্তকারী দলের কাছে স্পষ্ট নয় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল মন্ত্রীর উপর হামলায় ।

নিমতিতার ঘটনা ক্রমশ জটিল দিকে মোড় নিচ্ছে । বিস্ফোরণের এপিসেন্টার থেকে সংগৃহীত নমুনার দূরত্ব থেকে স্পষ্ট বিস্ফোরণের তীব্রতা নিয়ে । একতলা বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার হয়েছে আঙুলের টুকরো । এছাড়া নমুনা হিসেবে রক্তমাখা পাথরের টুকরো, মোবাইলের টুকরো, বিস্ফোরকের টুকরো সহ পাঁচ প্রকারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেন্সিক দল ।

নিমতিতা স্টেশন থেকে পাঁচ ধরনের নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা

আরও পড়ুন : নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে ফরেন্সিক দল

অন্যদিকে সিআইডি এপিসেন্টার থেকে ফিতে দিয়ে মাপজোখ করে বোঝার চেষ্টা করছে বিস্ফোরকের তীব্রতা । এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নানান সামগ্রী । বিস্ফোরণের অভিঘাতে প্ল্যাটফর্মের একটি অংশে প্রায় চার ইঞ্চি গর্ত হয়ে গিয়েছে । রেল লাইনের উপর থেকেও মিলেছে মোবাইলের টুকরো ও যন্ত্রাংশ ।

সেদিনের ঘটনা ভয়াবহ বিস্ফোরণ বলেই মনে করছে তদন্তকারী দল । তবে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তার উত্তর এখনও মেলেনি ।

নিমতিতা, 19 ফেব্রুয়ারি : নিমতিতা স্টেশনের ছাদ থেকে মিলল কাটা আঙুলের টুকরো । তদন্তে নেমে সিআইডি আধিকারিকরা নিমতিতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ছাদে পেলেন আঙুলের টুকরো । স্টেশনের বিভিন্ন স্থান থেকে মিলেছে মোবাইলের টুকরো । এমনকী বিস্ফোরণের অভিঘাতে প্লাটফর্মে গর্ত হয়েছে বলেও দাবি তদন্তকারী দলের । এদিকে আজ ফরেন্সিক টিম স্টেশন থেকে পাঁচ ধরনের নমুনা সংগহ করে নিয়ে গিয়েছে পরীক্ষার জন্য । তবে এখনই তদন্তকারী দলের কাছে স্পষ্ট নয় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল মন্ত্রীর উপর হামলায় ।

নিমতিতার ঘটনা ক্রমশ জটিল দিকে মোড় নিচ্ছে । বিস্ফোরণের এপিসেন্টার থেকে সংগৃহীত নমুনার দূরত্ব থেকে স্পষ্ট বিস্ফোরণের তীব্রতা নিয়ে । একতলা বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার হয়েছে আঙুলের টুকরো । এছাড়া নমুনা হিসেবে রক্তমাখা পাথরের টুকরো, মোবাইলের টুকরো, বিস্ফোরকের টুকরো সহ পাঁচ প্রকারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেন্সিক দল ।

নিমতিতা স্টেশন থেকে পাঁচ ধরনের নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা

আরও পড়ুন : নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে ফরেন্সিক দল

অন্যদিকে সিআইডি এপিসেন্টার থেকে ফিতে দিয়ে মাপজোখ করে বোঝার চেষ্টা করছে বিস্ফোরকের তীব্রতা । এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নানান সামগ্রী । বিস্ফোরণের অভিঘাতে প্ল্যাটফর্মের একটি অংশে প্রায় চার ইঞ্চি গর্ত হয়ে গিয়েছে । রেল লাইনের উপর থেকেও মিলেছে মোবাইলের টুকরো ও যন্ত্রাংশ ।

সেদিনের ঘটনা ভয়াবহ বিস্ফোরণ বলেই মনে করছে তদন্তকারী দল । তবে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তার উত্তর এখনও মেলেনি ।

Last Updated : Feb 19, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.