হরিহরপাড়া, 12 ডিসেম্বর: ফের টেট-এর (WB TET 2022)স্বচ্ছতায় বড়সড় প্রশ্ন চিহ্ন পড়ে গেল! রবিবার কড়া নিরাপত্তায় শেষ হয়েছে টেট । এমনটাই দাবি রাজ্য সরকার ও পর্ষদের। কিন্তু পরীক্ষা কেন্দ্রেই ধরা পড়ল গলদ। টেট চলাকালীন মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সেন্টারের ভিতরে দেখা গেল ওই অঞ্চলেরই পঞ্চায়েত প্রধান মোমিনুল হাসানকে। এই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
এদিন পরীক্ষা কেন্দ্রে অবাধে ঘুরতে দেখা গিয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে (TMC Panchayat Pradhan)। তিনি পরীক্ষা কেন্দ্রে ঘোরাঘুরির পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে কথাও বলেন। পরীক্ষা শেষ হতেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় সেই ছবি। সেই ছবি ভাইরাল হতেই টেট-এর নিপারত্তা নিয়ে উঠে এল একগুচ্ছ প্রশ্ন। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কোন নিয়মে পঞ্চায়েত প্রধান পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে পেলেন ? কীভাবেই তা সম্ভব ?
আরও পড়ুন: দেরি হওয়ার কারণে টেট দিতে পারলেন না ক্যানসার আক্রান্ত পরীক্ষার্থী
তা নিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে। পাশাপাশি এও প্রশ্ন উঠেছে এত পরীক্ষা কেন্দ্রে মোবাইল (Phone) নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই ছবি কে তুলল ? কীভাবেই বা তা ভাইরাল হল ? তাহলে টেট নিয়ে পর্ষদ যে দাবি তুলেছেন, তা ঠিক কতটা যথার্থ ? এই প্রশ্ন নিয়েও জোর আলোচনা রাজনৈতিক মহলে ৷