জলঙ্গি, 28 ডিসেম্বর : ভারত -বাংলাদেশ সীমান্ত থেকে বাজেয়াপ্ত করা হল লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল ও গবাদি পশু । এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।
আজ সকাল নটা নাগাদ ভারত -বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফরাজিপাড়া বিওপি এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । বিএসএফের তাড়া খেয়ে পালিয়ে যায় অপর এক পাচারকারী । ঘটনাস্থান থেকে বাজেয়াপ্ত করা হয় দুটি মোটর বাইক । ধৃত মাদক পাচারকারী মহিম মণ্ডল জলঙ্গি থানা এলাকার চর উদয়নগরের বাসিন্দা । পলাতক মাদক কারবারী মিলন মোল্লা একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিএসএফ । একই দিনে বাংলাদেশ পাচারের আগে 14টি গবাদি পশু উদ্ধার করেছেন 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এক্ষেত্রে পাচারকারী পদ্মায় ঝাঁপ দিয়ে পালায় বলে দাবি বিএসএফের ।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ সকাল থেকেই তৎপর ছিলেন জওয়ানরা । সকাল নটা নাগাদ ফরাজিপাড়া থেকে দু'টি মোটর বাইক সীমান্তের দিকে যেতে দেখেই তাড়া করেন বিএসএফ জওয়ানরা । আত্মসমর্পণ করে মহিম মণ্ডল । ঘটনাস্থান থেকে 616 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে বিএসএফ । যার মূল্য 1 লাখ 5 হাজার টাকা । মহিম মণ্ডলকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।