সামশেরগঞ্জ, 31 জুলাই: ফেনসিডিল পাচার করতে গিয়ে ধরা পড়লেন তিনজন ৷ তাঁদের গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ । মোট সাড়ে তিন লাখ টাকার নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় ৷
ফেনসিডিল পাচার করার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর নতুন ডাকবাংলা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম ইসরাইল শেখ (২২), রিন্টু শেখ(৩১) এবং টুটুল শেখ(২১)। ইসরাইলের বাড়ি মালদার বৈষ্ণবনগর, রিন্টুর বাড়ি সামশেরগঞ্জ ও টুটুল সুতি থানার রমাকান্তপুরের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এনএস ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয় । বিচারক তিনজনের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিন মালদার দিক থেকে একটি সুমো গাড়িতে করে ফেনসিডিল এনে মুর্শিদাবাদের সুতির বর্ডার এলাকা দিয়ে পাচার করার মতলব ছিল ধৃতদের। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নতুন ডাকবাংলায় সুমো গাড়িটি আটক করে। গাড়ি তল্লাশি করে মেলে দেড় হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছেন, ফেনসিডিলগুলি সীমান্তের ওপারে বাংলাদেশে পাচার করার কথা ছিল । বাংলাদেশের রাজশাহী জেলার চোরাকারবারীদের হাতে পৌঁছে দেওয়া হত ।
করোনা আবহে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে মাদক পাচার বাড়তে শুরু করায় উদ্বিগ্ন জেলা পুলিশ। ধৃতদের সঙ্গে আরও কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷