ETV Bharat / state

Bengal Panchayat Election: বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থনে পঞ্চায়েত প্রধান নির্বাচন সোমপাড়ায়

author img

By

Published : Aug 9, 2023, 10:56 PM IST

তৃণমূল থেকে বেরিয়ে এসে বাম-কংগ্রেস ও বিজেপি-র সমর্থনে পঞ্চায়েত প্রধান নির্বাচন সোমপাড়ায় ৷ মহব্বত আলি মোল্লা তৃণমূল থেকে বেড়িয়ে বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়েই প্রধান নির্বাচিত হন ।

Etv Bharat
Etv Bharat

বেলডাঙা, 9 অগস্ট: মুর্শিদাবাদে ফের উলটপুরাণ । তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য বাম-কংগ্রেস ও বিজেপি জোটে যোগ দিয়ে প্রধান নির্বাচিত হলেন । বুধবার বেলডাঙা-2 ব্লকের সোমপাড়া-2 পঞ্চায়েত এলাকার ঘটনা । প্রধান পদপ্রার্থী ছিলেন তৃণমূলের দুই নির্বাচিত সদস্য । এর মধ্যে মহব্বত আলি মোল্লা তৃণমূল থেকে বেরিয়ে বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়েই প্রধান নির্বাচিত হন ।

বুধবার কড়া নিরাপত্তা ও 144 ধারার মধ‍্য দিয়ে বেলডাঙ্গা-2 ব্লকের সোমপাড়া 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি কংগ্রেসের সমর্থনে তৃণমূলের প্রধান পদে নির্বাচিত হয়েছেন মহব্বত আলি মোল্লা । উপ-প্রধান হয়েছেন বিজেপির নন্দিতা মণ্ডল । মোট 19টি আসন আছে সোমপাড়া 2নম্বর গ্রাম পঞ্চায়েতে । তার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি আসন । অপরদিকে বিজেপি জিতেছে পাঁচটি আসনে । কংগ্রেস পেয়েছে তিনটি আসন । একটি আসনে বাম ও দু’টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছে ।

বোর্ড গঠনের সময় তৃণমূলের নওশাদ আলি ও অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের অপর এক জয়ী প্রার্থী মহব্বত আলি মোল্লা । বিজেপি বাম-কংগ্রেসের সমর্থনে তৃণমূলের মহব্বত আলি মোল্লার পক্ষে দশটি ভোট পড়ে । নওশাদ আলির পক্ষে 8টি ভোট পড়েছিল । কংগ্রেসের নির্বাচিত কোনও প্রার্থী ভোটগ্রহণে অংশ নিতে পারেননি । তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলছে । তৃণমূলের পক্ষে অপর এক ভোটদাতা কে, তা এখনও জানা যায়নি । তবে সূত্রের খবর এক নির্দল সদস্য তৃণমূলকে গোপনে ভোট দিয়েছে ।

আরও পড়ুন: 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', মারাং প্রকল্পের ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ফের বিরোধীদের সংঘবদ্ধ জোটের দাপটে আরও একটি পঞ্চায়েত বোর্ড হাতছাড়া হল শাসক দলের । গতকালই জেলায় প্রথম বাম কংগ্রেস, বিজেপি জোট সুতি -2 ব্লকে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল । বিরোধীরা আওয়াজ উঠিয়েছিল, সুতি-2 ব্লক এবার বিরোধী জোটকে পথ দেখাবে । এবার পঞ্চায়েতে বোর্ড গঠনে মডেল হবে সুতি-2 ব্লকের মহেসাইল গ্রাম পঞ্চায়েত। এদিন প্রমাণিত হল, বিরোধীরা শুধু আস্ফালন করেনি। যদিও মহম্মত আলি মোল্লার দাবি, তিনি তৃণমূলেই রয়েছেন । বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন । এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অপর প্রধান প্রার্থী নওশাদ আলি।

বেলডাঙা, 9 অগস্ট: মুর্শিদাবাদে ফের উলটপুরাণ । তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য বাম-কংগ্রেস ও বিজেপি জোটে যোগ দিয়ে প্রধান নির্বাচিত হলেন । বুধবার বেলডাঙা-2 ব্লকের সোমপাড়া-2 পঞ্চায়েত এলাকার ঘটনা । প্রধান পদপ্রার্থী ছিলেন তৃণমূলের দুই নির্বাচিত সদস্য । এর মধ্যে মহব্বত আলি মোল্লা তৃণমূল থেকে বেরিয়ে বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়েই প্রধান নির্বাচিত হন ।

বুধবার কড়া নিরাপত্তা ও 144 ধারার মধ‍্য দিয়ে বেলডাঙ্গা-2 ব্লকের সোমপাড়া 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি কংগ্রেসের সমর্থনে তৃণমূলের প্রধান পদে নির্বাচিত হয়েছেন মহব্বত আলি মোল্লা । উপ-প্রধান হয়েছেন বিজেপির নন্দিতা মণ্ডল । মোট 19টি আসন আছে সোমপাড়া 2নম্বর গ্রাম পঞ্চায়েতে । তার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 8টি আসন । অপরদিকে বিজেপি জিতেছে পাঁচটি আসনে । কংগ্রেস পেয়েছে তিনটি আসন । একটি আসনে বাম ও দু’টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছে ।

বোর্ড গঠনের সময় তৃণমূলের নওশাদ আলি ও অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের অপর এক জয়ী প্রার্থী মহব্বত আলি মোল্লা । বিজেপি বাম-কংগ্রেসের সমর্থনে তৃণমূলের মহব্বত আলি মোল্লার পক্ষে দশটি ভোট পড়ে । নওশাদ আলির পক্ষে 8টি ভোট পড়েছিল । কংগ্রেসের নির্বাচিত কোনও প্রার্থী ভোটগ্রহণে অংশ নিতে পারেননি । তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলছে । তৃণমূলের পক্ষে অপর এক ভোটদাতা কে, তা এখনও জানা যায়নি । তবে সূত্রের খবর এক নির্দল সদস্য তৃণমূলকে গোপনে ভোট দিয়েছে ।

আরও পড়ুন: 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', মারাং প্রকল্পের ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ফের বিরোধীদের সংঘবদ্ধ জোটের দাপটে আরও একটি পঞ্চায়েত বোর্ড হাতছাড়া হল শাসক দলের । গতকালই জেলায় প্রথম বাম কংগ্রেস, বিজেপি জোট সুতি -2 ব্লকে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল । বিরোধীরা আওয়াজ উঠিয়েছিল, সুতি-2 ব্লক এবার বিরোধী জোটকে পথ দেখাবে । এবার পঞ্চায়েতে বোর্ড গঠনে মডেল হবে সুতি-2 ব্লকের মহেসাইল গ্রাম পঞ্চায়েত। এদিন প্রমাণিত হল, বিরোধীরা শুধু আস্ফালন করেনি। যদিও মহম্মত আলি মোল্লার দাবি, তিনি তৃণমূলেই রয়েছেন । বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন । এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অপর প্রধান প্রার্থী নওশাদ আলি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.