ETV Bharat / state

পিএসির বৈঠকে পানীয় জল, বন্যা-শৌচাগার - PaC meeting

এবারের পিএসির বৈঠক বসেছে কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরির নিজের গড় বহরমপুরে ।

pac-meeting-discussed-drinking-water-flood-and-toilet-problems
pac-meeting-discussed-drinking-water-flood-and-toilet-prpac-meeting-discussed-drinking-water-flood-and-toilet-problemsoblems
author img

By

Published : Jan 12, 2021, 10:45 PM IST

মুর্শিদাবাদ, 12 জানুয়ারি : পিএসির বৈঠকে দ্বিতীয় দিনের আলোচনায় উঠে এল পানীয় জল, বন্যা ও শৌচাগার । পাবলিক অ্যাকাউন্টস কমিটির স্টাডি ট্যুরের দ্বিতীয় দিনে পশ্চিম বাংলায় পানীয় জল, বন্যা পরিস্থিতি ও স্কুলে শৌচাগারের বিষয়ে আলোকপাত করা হয়েছে । আজ সভাকক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান পিএসির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরি । আলোচনায় সমস্যার দিকগুলি তুলে ধরে তার সমাধান সূত্রের রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে । রিপোর্ট আকারে সেটিই তুলে দেওয়া হবে কেন্দ্র সরকারের হাতে ।

স্টাডি ট্যুরে এবার পাবলিক একাউন্টস কমিটি পশ্চিমবঙ্গে এসেছে । এবারের পিএসির বৈঠক বসেছে কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরির নিজের গড় বহরমপুরে । মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকরী ফসল পাট । প্রথমদিন বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে পাট চাষ এবং পাটজাত দ্রব্যের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে । আলোচনায় ডাকা হয়েছিল জেলার পাট চাষিদের । তাঁদের সমস্যার কথাও শোনা হয় ।

আজ তিনটি সেশনে মোট তিনটি বিষয়ের উপর আলোচনা হয়েছে । মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ । এছাড়া এই সমস্যা রাজ্যের অন্য জেলাগুলিতেও স্বল্পবিস্তর রয়েছে । পিএসির বৈঠকে গ্রামীণ ও শহর এলাকার পানীয় জল নিয়ে আলোচনা হয়েছে । এছাড়া রাজ্যের বন্যা পরিস্থিতিও আলোচনায় উঠে আসে । বন্যা প্রতিরোধে কেন্দ্র সরকারের কী কী পদক্ষেপ করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । এছাড়া স্বচ্ছ ভারত নির্মাণে পিএসি গুরুত্ব দিয়েছে স্কুলে স্কুলে শৌচাগারের উপর ।

মুর্শিদাবাদ, 12 জানুয়ারি : পিএসির বৈঠকে দ্বিতীয় দিনের আলোচনায় উঠে এল পানীয় জল, বন্যা ও শৌচাগার । পাবলিক অ্যাকাউন্টস কমিটির স্টাডি ট্যুরের দ্বিতীয় দিনে পশ্চিম বাংলায় পানীয় জল, বন্যা পরিস্থিতি ও স্কুলে শৌচাগারের বিষয়ে আলোকপাত করা হয়েছে । আজ সভাকক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান পিএসির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরি । আলোচনায় সমস্যার দিকগুলি তুলে ধরে তার সমাধান সূত্রের রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে । রিপোর্ট আকারে সেটিই তুলে দেওয়া হবে কেন্দ্র সরকারের হাতে ।

স্টাডি ট্যুরে এবার পাবলিক একাউন্টস কমিটি পশ্চিমবঙ্গে এসেছে । এবারের পিএসির বৈঠক বসেছে কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরির নিজের গড় বহরমপুরে । মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকরী ফসল পাট । প্রথমদিন বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে পাট চাষ এবং পাটজাত দ্রব্যের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে । আলোচনায় ডাকা হয়েছিল জেলার পাট চাষিদের । তাঁদের সমস্যার কথাও শোনা হয় ।

আজ তিনটি সেশনে মোট তিনটি বিষয়ের উপর আলোচনা হয়েছে । মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ । এছাড়া এই সমস্যা রাজ্যের অন্য জেলাগুলিতেও স্বল্পবিস্তর রয়েছে । পিএসির বৈঠকে গ্রামীণ ও শহর এলাকার পানীয় জল নিয়ে আলোচনা হয়েছে । এছাড়া রাজ্যের বন্যা পরিস্থিতিও আলোচনায় উঠে আসে । বন্যা প্রতিরোধে কেন্দ্র সরকারের কী কী পদক্ষেপ করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । এছাড়া স্বচ্ছ ভারত নির্মাণে পিএসি গুরুত্ব দিয়েছে স্কুলে স্কুলে শৌচাগারের উপর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.